স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ মার্চ। ইউক্রেইনকে নিরস্ত্রীকরণ করে একটি নিরপেক্ষ অবস্থানে নিয়ে যাওয়াই রাশিয়ার লক্ষ্য। আর এ লক্ষ্য রাশিয়া অর্জন করবে- তা পরিস্থিতি যাই হোক বা যা কিছই ঘটুক না কেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রাঁকে ফোনে বৃহস্পতিবার একথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।ক্রেমলিনের পক্ষ থেকে এক বিবৃতিতে দুই নেতার ফোনালাপের বিষয়গুলো প্রকাশ করা হয় বলে জানায় বিবিসি। দুই নেতা প্রায় ৯০ মিনিট ধরে কথা বলেন।ফোনে পুতিন বলেন, ইউক্রেইনের কারণে আলোচনায় যত দেরি হবে, রাশিয়ার দাবিদাওয়ার তালিকাও তত লম্বা হবে।ইউক্রেইন যুদ্ধ নিয়ে বুধবার ম্যাক্রোঁর দেওয়া বক্তব্যের সঙ্গেও দ্বিমত পোষণ করেন পুতিন।
ম্যাক্রোঁ ইউক্রেইনে যুদ্ধ শুরু হওয়ার দায় একা পুতিনকে দিয়েছেন। যা ঠিক নয় বলে দাবি করেন পুতিন।রাশিয়ার কিয়েভ দখলে অগ্রসর হওয়া নিয়ে উদ্বেগ বাড়তে থাকার মধ্যে পুতিনের সঙ্গে এই ফোনালাপে ম্যাক্রোঁ বলেন, তিনি (পুতিন) ইউক্রেইনে ‘বড় ধরনের এক ভুল’ করছেন।কিয়েভ সরকার নিয়ে পুতিন নিজেকেই ধোঁকা দিচ্ছেন, নিজেকেই মিথ্যা বলছেন জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ইউক্রেইনে এই যুদ্ধের জন্য রাশিয়াকে অনেক মূল্য দিতে হবে; দেশটি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন, একা হয়ে পড়বে, দুর্বল হবে এবং দীর্ঘ সময়ের জন্য নিষেধাজ্ঞার যাঁতাকলে থেকে যাবে।কিন্তু ম্যাক্রোঁ যত কিছুই বলুন পুতিন তার সংকল্পই পুনর্ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন ম্যাক্রোঁর উপদেষ্টা। তিনি বলেন,পুতিন বলেছেন, কূটনৈতিকভাবে কিংবা অস্ত্র দিয়ে হলেও তিনি ইউক্রেইনে তার লক্ষ্য অর্জন করবেন।দুই নেতার ফোনালাপের পর ক্রেমলিনের দেওয়া বিবৃতিতে রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে, তারা সবার প্রথমেই ইউক্রেইনের নিরস্ত্রীকরণ এবং নিরপেক্ষ অবস্থান নিয়েই কথা বলছে, যাতে দেশটির ভূখন্ড থেকে রাশিয়ার জন্য কোনও হুমকি না আসতে পারে।