স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ এপ্রিল: ফিনল্যান্ডে একটি প্রাইমারি স্কুলে এক শিশু শিক্ষার্থীর গুলিতে তিন শিশু শিক্ষার্থী আহত হয়েছে। যে শিশুটি গুলি চালিয়েছে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।রাজধানী হেলসিঙ্কির কাছের ভানতা শহরের দ্য ভিয়েরতোলা স্কুলে মঙ্গলবার ভোরে গুলির এই ঘটনা ঘটে। আহত তিন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র।ভিয়েরতোলা স্কুলে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত প্রায় আটশ শিক্ষার্থী রয়েছে। স্কুলে কর্মীর সংখ্যা প্রায় ৯৯ জন।স্কুলের প্রিন্সিপাল সারি লাসিলা রয়টার্সকে বলেন, “প্রাথমিক বিপদ কেটে গেছে।”এ ঘটনার বিষয়ে আর কোনো তথ্য দিতে তিনি রাজি হননি।
ফিনল্যান্ডে প্রাইমারি স্কুলে গুলি, ৩ শিশু আহত
সম্পরকিত প্রবন্ধ