Sunday, December 22, 2024
বাড়িবিশ্ব সংবাদআমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন।

আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ মার্চ  : নিজের দেশ থেকে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আক্রমণের হুঁশিয়ারি বহু বারই দিয়েছেন কিম জং উন। এ বার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন উত্তর কোরিয়ার শাসক। দেশের সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ আজ জানিয়েছে, এক নতুন ধরনের ইন্টারমিডিয়েট হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া চলছে উত্তর কোরিয়ায়। তার জন্য ওই ক্ষেপণাস্ত্রের কঠিন জ্বালানি ইঞ্জিনের সফল পরীক্ষা করা হয়েছে।

কঠিন জ্বালানি দিয়ে তৈরি ক্ষেপণাস্ত্রগুলির গতিবিধি ধরে ফেলার পদ্ধতি তরল জ্বালানির তৈরি ইঞ্জিনের থেকে অনেক বেশি জটিল। তাই গত কয়েক মাস ধরে এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরিতেই জোর দিচ্ছেন কিম। ২০২১ সালেই তিনি গোটা বিশ্বকে জানিয়েছিলেন, আমেরিকার একের পর এক নিষেধাজ্ঞা এবং হুঁশিয়ারির পাল্টা হিসেবে ওয়াশিংটনকে চাপে রাখতে বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র তৈরির দিকে জোর দিচ্ছে তাঁর দেশ। দেশের উত্তর-পশ্চিমের রকেট উৎক্ষেপণ কেন্দ্রে কাল নিজে দাঁড়িয়ে থেকে ওই কঠিন জ্বালানি চালিত ইঞ্জিন পরীক্ষার তত্ত্বাবধান করেছেন কিম। তিনি জানান, উত্তর কোরিয়া থেকে আমেরিকার মূল ভূখণ্ডকে নিশানা করতে এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রই গুরুত্বপূর্ণ। কিমের কথায়, ‘‘শত্রুপক্ষ এটা আরও ভাল বুঝবে।’’

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, প্রাথমিক ভাবে ওয়াশিংটনকে নিশানা করতে প্রশান্ত মহাসাগরীয় গুয়াম ভূখণ্ডের আমেরিকান সামরিক ঘাঁটিতে নজরে রয়েছে কিমের। পাশাপাশি আলাস্কার মতো প্রত্যন্ত এলাকাতেও সরাসরি হামলা চালাতে সক্ষম কিম। জাপানের ওকিনাওয়া দ্বীপের আমেরিকান ঘাঁটিতেও নজর রয়েছে তাঁর। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, কঠিন জ্বালানি চালিত ইঞ্জিনের সফল পরীক্ষা মানেই খুব শীঘ্রই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রেরও পরীক্ষামূলক উৎক্ষেপণ করবেন কিম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য