Sunday, February 16, 2025
বাড়িবিশ্ব সংবাদফের সিএএকে তোপ দাগলেন আমেরিকার সাংসদ

ফের সিএএকে তোপ দাগলেন আমেরিকার সাংসদ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ মার্চ : ফের সিএএকে তোপ দাগলেন আমেরিকার সাংসদ। তাঁর কথায়, ভারতীয় মুসলিমদের বিপাকে ফেলবে সিএএ। রমজান মাসেই এই আইন কার্যকর হওয়ায় গোটা বিষয়টা আরও খারাপ হয়ে উঠছে। প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পরে উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকার বিদেশ দপ্তর। কয়েকদিনের মধ্যেই ফের তোপ দাগলেন মার্কিন সাংসদ।

গত সোমবার সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারির পরেই বিশেষ বার্তা দেয় আমেরিকা। বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “গত ১১ মার্চ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত। ভারতে কীভাবে এই আইন কার্যকর হবে, সেদিকে কড়া নজর রাখছি। গণতন্ত্রের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম ধর্মীয় স্বাধীনতা আর সকল সম্প্রদায়ের সমানাধিকার।” তবে আমেরিকার এই মন্তব্যের পালটা দিয়ে ভারত জানায়, ভুল তথ্যের ভিত্তিতে এমন অযৌক্তিক বার্তা দিচ্ছে আমেরিকা।


কিন্তু ভারতের এই বার্তার পরেও বদলায়নি মার্কিন প্রশাসনের মনোভাব। সোমবার ডেমোক্র্যাট সাংসদ বেন কার্ডিন একটি বিবৃতি দিয়ে বলেন, “বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করেছে ভারত সরকার, সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। এই আইনের ফলে খুবই সমস্যায় পড়তে পারেন ভারতীয় মুসলিমরা। তাছাড়া রমজান মাসেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বিষয়টা আরও খারাপ হচ্ছে। আগের তুলনায় ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক আরও মজবুত হচ্ছে। কিন্তু ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার যেন সুরক্ষিত থাকে, সেটাও লক্ষ্য রাখা উচিত আমাদের এই সহযোগিতার ক্ষেত্রে।”

প্রসঙ্গত, মার্কিন সেনেটের আন্তর্জাতিক সম্পর্কের কমিটির চেয়ারম্যান এই কার্ডিন। তাঁর মন্তব্যের যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় মার্কিন বিদেশ নীতির ক্ষেত্রে। সিএএর ফলে ভারতীয় মুসলিমরা নাগরিকত্ব যাবে না বলেই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তাঁর বক্তব্যের পরেও নিজেদের অবস্থান বদলাতে নারাজ ‘বন্ধু’ আমেরিকা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য