Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদঅর্থসঙ্কটে ধুঁকছে পাকিস্তান !

অর্থসঙ্কটে ধুঁকছে পাকিস্তান !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ মার্চ :  একদা আর্থিক দুর্নীতির মামলায় আদালত সাজা দিয়েছিল তাঁকে। পাকিস্তান পিপলস পার্টি -র সেই নেতা তথা সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলি জ়ারদারি এ বার দেশের আর্থিক সঙ্কটের কথা মাথায় রেখে বেতন না নেওয়ার সিদ্দান্ত নিলেন।

পাক প্রেসিডেন্টের সচিবালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট জ়ারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকাকালীন প্রাপ্য বেতন তিনি নেবেন না। আর্থিক সংকটের মোকাবিলার গৃহীত সরকারি পদক্ষেপকে উৎসাহিত করার লক্ষ্যেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন’।

নিহত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জ়ারদারি এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট পদে ছিলেন। এই প্রথম পাকিস্তানে কোনও অসামরিক নেতা দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট পদে বসলেন। ২০১৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছিল জ়ারদারিকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য