Tuesday, December 3, 2024
বাড়িবিশ্ব সংবাদডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নিশ্চিত বাইডেন

ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নিশ্চিত বাইডেন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ মার্চ : সব জল্পনার অবসান। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২০১৯ সালেরই পুনরাবৃত্তি হতে চলেছে। অর্থাৎ বাইডেন বনাম ট্রাম্প। প্রায় সাত দশক পরে মার্কিন নির্বাচনে পর পর দুবার একই প্রতিদ্বন্দ্বীরা লড়বেন মসনদের জন্য। মঙ্গলবার ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন নিশ্চিত করলেন বাইডেন। উল্লেখ্য, গত সপ্তাহে নিশ্চিত হয়ে যায় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়বেন ট্রাম্পই। নিজের নাম প্রত্যাহার করে নেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেত্রী ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি ।

নির্বাচিত হওয়ার জন্য ১,৯৬৮ জন ডেলিগেট প্রয়োজন ছিল বাইডেনের। মঙ্গলবার রাতে সেই সংখ্যাকে অতিক্রম করে গিয়েছেন বর্ষীয়ান ডেমোক্র্যাট নেতা। এদিন জর্জিয়ার ভোটাভুটির ফলাফল প্রকাশ্যে আসতেই তা পরিষ্কার হয়ে যায়। ফলে মিসিসিপি, ওয়াশিংটন, নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জ কিংবা ভিনদেশে থাকা ডেমোক্র্যাটদের ভোটাভুটির আর প্রয়োজন থাকল না।


জয়ের পরে উচ্ছ্বসিত বাইডেন । এক বিবৃতিতে তিনি জানান, ‘এবার ভোটারদের নিশ্চিত করতে হবে তাঁরা দেশের ভবিষ্যৎটা কেমন দেখতে চান। আমরা কি আমাদের গণতন্ত্রকে রক্ষা করব নাকি সেটাকে ধ্বংস করে দেব? আমরা আমাদের স্বাধীনতাকে কি রক্ষা করার অধিকারটাই বলবৎ রাখব নাকি চরমপন্থীদের হাতে তা তুলে দেব?’

এদিকে খাতায় কলমে এখনও ট্রাম্পের প্রয়োজন আরও কিছু ভোট। সেটাও এদিনই নিশ্চিত হয়ে যাওয়ার কথা। জর্জিয়া-সহ চার প্রদেশের ভোটাভুটির ফলাফল এলেই তা পরিষ্কার হয়ে যাওয়ার কথা। নিকি হ্যালি সরে যাওয়ার পর কেবল আনুষ্ঠানিকতাই মোটামুটি বাকি রয়ে গিয়েছে। আইনি ঝামেলা বাধা না হলে বাইডেন বনাম ট্রাম্প লড়াই একরকম নিশ্চিত। আগামী কয়েক মাস চলবে দুই পোড় খাওয়া নেতার বাকযুদ্ধ। তার পর বছরশেষে নির্বাচনে নিশ্চিত হয়ে যাবে শেষ হাসি কে হাসবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য