Saturday, March 15, 2025
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ মার্চ: যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি মহাসড়কের পাশে এক-ইঞ্জিনের ছোট একটি একটি বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে।ন্যাশভিলের পুলিশ বিভাগ মঙ্গলবার জানিয়েছে, বিমানটিতে পাঁচজন আরোহী ছিলেন, তাদের সবার মৃত্যু হয়েছে।সোমবার রাতে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানীর আন্তঃরাজ্য মহাসড়ক ৪০ এর পাশের জমিতে বিমানটি বিধ্বস্ত হয় বলে সামাজিক মাধ্যম এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে ন্যাশভিল পুলিশ।  

একদিকে কাত হয়ে পড়ে যাওয়ার পর বিমানটিতে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এ সময় মহাসড়কটির একটি অংশে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করে দেখছেন।সিএনএন জানিয়েছে, বিমানটিকে ন্যাশভিলের জন সি. টিউন বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই ইঞ্জিন বন্ধ হয়ে বিমানটি পড়ে গিয়ে বিধ্বস্ত হয়।   বিমানটি পড়ে যাওয়ার পর একটি বিস্ফোরণ ঘটে তাতে আগুন ধরে যায় বলে জানিয়েছে ন্যাশভিলের দমকল বিভাগ।দমকলের মুখপাত্র কেন্ডা লোনি বলেছেন, “বিস্ফোরণের সর্বনাশা প্রভাবের পর আর কেউ বেঁচে নেই।”  তবে বিমানটি কোনো ভবনের ওপর পড়লে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটত বলে মন্তব্য করেছেন এক কর্মকর্তা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য