Monday, February 17, 2025
বাড়িবিশ্ব সংবাদদক্ষিণ কোরিয়ায় পেট্রোকেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে নিহত ৪

দক্ষিণ কোরিয়ায় পেট্রোকেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে নিহত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি। দক্ষিণ কোরিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি ইয়োখুয়েন এনসিসির (ওয়াইএনসিসি) একটি প্লান্টে বিস্ফোরণে চার জন নিহত হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইয়োসুতে ওয়াইএনসিসির তিন নম্বর প্লান্টের এ ঘটনায় আরও চার জন আহত হয়েছে বলে শুক্রবার স্থানীয় দমকল স্টেশনের এক কর্মকর্তা জানিয়েছেন।কোনো ঘটনায় শ্রমিকদের মৃত্যু হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে শাস্তির মুখোমুখি করার নতুন একটি আইন করেছে দক্ষিণ কোরিয়া। তাই এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্ক হওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তার মধ্যেই এ ঘটনাটি ঘটল।এক সংবাদ সম্মেলনে ওয়াইএনসিসির এক কর্মকর্তারা বলেছেন, “তৃতীয় ওই প্লান্টের উৎপাদন বন্ধ করা হয়নি আর প্রথম ও দ্বিতীয় প্লাণ্টও চলছে। উৎপাদন স্থগিত রাখবে না একটি প্লান্ট বন্ধ করে দেবে তার সিদ্ধান্ত নেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখন ঘটনাস্থলে আছেন। আমি মনে করি প্রশাসনিক ব্যবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি জানান, প্রতি চার বছর পর পর ক্লিনিং প্রসেসে লিক টেস্ট করা হয়, এবার তা চলার সময়ই বিস্ফোরণটি ঘটে।    

যে প্লান্টটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি বছরে ৪ লাখ ৭০ হাজার টন ইথিলিন উৎপাদন করে আর পুরো ওয়াইএনসিসি কোম্পানি উৎপাদন করে বছরে ২২ লাখ ৯০ হাজার টন, যা বিশ্বের মোট উৎপাদনের ১ দশমিক ১ শতাংশ বলে জানিয়েছেন বিশ্লেষক চো হিয়ুন রাইয়ুল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য