Friday, December 27, 2024
বাড়িবিশ্ব সংবাদনাইজারে জঙ্গি হামলায় নিহত ২২

নাইজারে জঙ্গি হামলায় নিহত ২২

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ জানুয়ারি: নাইজারের পশ্চিমাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ২২ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে গতকাল সোমবার এএফপি এ খবর জানিয়েছে।গত রোববার এ হামলার ঘটনা ঘটে। টিলাবেরি অঞ্চলে মোটোগাটটা গ্রামে জঙ্গিরা অনেক বছর ধরেই সক্রিয়। গ্রামটি মালি ও বুরকিনা ফাসো সীমান্তে অবস্থিত।স্থানীয় নির্বাচন কর্মকর্তা বলেছেন, নিহত ব্যক্তিদের মধ্যে আত্মঘাতী  হামলাকারীও আছেন।মোটোগাটটা গ্রামের নিকটবর্তী একটি এলাকার বাসিন্দারা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

সরকারি কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা স্থানীয় সময় বিকেল চারটার দিকে মোটরবাইকে করে এসে গ্রামটিতে হামলা চালায়। হামলাকারীরা গুলি চালিয়ে মানুষকে হত্যা করে।নাইজারে বেশ কয়েক বছর ধরেই জঙ্গি দলগুলো সক্রিয়। প্রতিবেশী মালি, বুরকিনা ফাসো থেকে জঙ্গি হামলা চলে দেশটিতে।গত ২৬ জুলাই সামরিক নেতারা নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে উৎখাত করেন। গত ১৭ ডিসেম্বর অভ্যুত্থানকারী নেতা জেনারেল আবদোরাহমানে চিয়ানি নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে জানান। বিশৃঙ্খলা দমনে সেনাবাহিনী বেশ কয়েকটি সাফল্য দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য