Sunday, December 22, 2024
বাড়িবিশ্ব সংবাদব্রাজিলে ছোট আকারের বিমান বিধ্বস্তে নিহত ৭

ব্রাজিলে ছোট আকারের বিমান বিধ্বস্তে নিহত ৭

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জানুয়ারি: ব্রাজিলে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজনের প্রাণ গেছে। গতকাল রোববার দক্ষিণ-পূর্ব মিনাস জেরাইস রাজ্যের খনির শহর ইতাপেভায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।প্রতিবেশী সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর সেটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, তাঁদের ধারণা, এক ইঞ্জিনবিশিষ্ট বিমানটি মাঝ আকাশে ভেঙে যাওয়ার পর বিধ্বস্ত হয়েছে।ফায়ার সার্ভিস থেকে হালনাগাদ বিবৃতিতে কর্মীদের বরাত দিয়ে জানানো হয়, বিমানের সাত আরোহীকেই মৃত অবস্থায় পাওয়া গেছে। এর আগে তিনটি মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছিল।স্থানীয় ব্যক্তিদের তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশটির মিডিয়ায় প্রচার করা হয়েছে। তাতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষ ঘাস ও গাছে ঢাকা পাহাড়ের পাশে পড়ে আছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য