স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ জানুয়ারি: জর্ডানে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড।ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে রোববার এ তথ্য জানানো হয় বলে জানায় বিবিসি।বিবৃতিতে বলা হয়, সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে একটি ড্রোন হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।গতবছর ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ওই অঞ্চলে কোনো হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটলো।যদিও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। কিন্তু এতদিন কেউ নিহত হয়নি।‘ইরান সমর্থিত কট্টর জঙ্গি দলগুলো’ এ হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, রোববার সকালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং অন্যান্য কর্মকর্তারা প্রেসিডেন্ট বাইডেনকে এ হামলার বিষয়ে জানান।পরে এক বিবৃতিতে বাইডেন আরো বলেন, “যদিও আমরা এখনো এই হামলার বিষয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করছি। তবে আমরা জানি, সিরিয়া ও ইরাকে সক্রিয় থাকা ইরান সমর্থিত কট্টর জঙ্গি দলগুলো এ হামলা চালিয়েছে।“এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা এক সাথে আমাদের বেছে নেওয়া পদ্ধতিতে এ হামলার জন্য দায়ীদের ধরবো এবং সাজার আওতায় আনবো।”হামলায় হতাহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।এ মাসের শুরুতে সোমালিয়া উপকূলে একটি নৌযানে অভিযান চালানোর সময় দুই মার্কিন সেনা নিখোঁজ হন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়। যে নৌযানে অভিযান চালানো হয়েছিল সেটিতে করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের জন্য অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হয়।