Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদইউক্রেনের বন্দীদের নিয়ে খেলছে রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের বন্দীদের নিয়ে খেলছে রাশিয়া: জেলেনস্কি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ জানুয়ারি: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার বলেছেন, ‘ইউক্রেনের বন্দীদের জীবন নিয়ে রাশিয়া খেলছে।’গতকাল বুধবার ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোদ অঞ্চলের পশ্চিমে একটি সামরিক উড়োজাহাজ গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এ ঘটনায় কিয়েভের প্রতি অভিযোগ তুলেছে মস্কো। এ ঘটনায় ৭৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছে মস্কো। নিহত ব্যক্তিদের মধ্যে ৬৫ জন ইউক্রেনের যুদ্ধবন্দী।

এ ঘটনার পর গতকাল সন্ধ্যায় জেলেনস্কি বলেন, এটা স্পষ্ট যে ইউক্রেনের যুদ্ধবন্দীদের জীবন, তাঁদের স্বজনদের অনুভূতি ও সমাজের আবেগ নিয়ে খেলছে রাশিয়া। উড়োজাহাজ ভূপাতিত করায় কিয়েভকে দায়ী করে মস্কোর অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি জেলেনস্কি। তবে তিনি বলেছেন, দিনটি খুবই কঠিন ছিল।সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের সব তথ্য স্পষ্ট করতে হবে। রাশিয়ার ভূখণ্ডে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’ তিনি এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে ‘সন্ত্রাসী আচরণ’ বলেছে রাশিয়া। দেশটি এ ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেন অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। ডিসেম্বরে এক ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে ২৫ জন নিহত হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য