Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদবেজিংয়ের ইউনান পার্বত্য অঞ্চলে ধসের কবলে মাটির নিচে চাপা পড়লেন অন্তত ৪৭...

বেজিংয়ের ইউনান পার্বত্য অঞ্চলে ধসের কবলে মাটির নিচে চাপা পড়লেন অন্তত ৪৭ জন মানুষ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২২ জানুয়ারি : ভয়ংকর ধস নামল চিনে। বেজিংয়ের ইউনান পার্বত্য অঞ্চলে ধসের কবলে মাটির নিচে চাপা পড়লেন অন্তত ৪৭ জন মানুষ। উদ্ধার করা হয় পাঁচ শতাধিক মানুষকে।

টাংফাং শহরের কাছেই অবস্থিত লিয়াংশুই গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। কাকভোরে আচমকাই নামে ধস। সঙ্গে সঙ্গে এলাকায় ত্রাসের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হন উদ্ধারকারীরা। ১৮টি বাড়িতে চালানো হয়েছে উদ্ধারকাজ। তবে শেষ পাওয়া খবর থেকে জানা গিয়েছে, এখনও কোনও মৃত্যু কিংবা চোটআঘাতের কথা জানা যায়নি। ঠিক কী কারণে নামল ধস, তা এখনও জানা যায়নি। তবে যে ছবি পাওয়া যাচ্ছে, তাতে এলাকায় বরফের অস্তিত্ব লক্ষ করা যাচ্ছে।


প্রসঙ্গত, মাসখানেক আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল চিন। তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িঘর। প্রকৃতির এই ভয়ানক রোষে এখনও পর্যন্ত অন্তত ১৪৯ জনের মৃত্যু হয় বলে খবর পাওয়া যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। এই দুর্ঘটনাকে চিনের সাম্প্রতিক সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে ধরা হচ্ছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজারের বেশি মানুষ। ভেঙে যায় ১৪ হাজার বাড়ি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য