স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ জানুয়ারি : ২২ জানুয়ারি দিনটিকে কানাডার ব্রাম্পটন আর ওকভিল পালন করবে অযোধ্যা রামমন্দির দিবস হিসাবে। অন্যদিকে, আমেরিকার নানা প্রান্তে হাজারের বেশি মন্দির সেজে উঠেছে রামমন্দির উদ্বোধন উপলক্ষে। কয়েক হাজার মাইল দূরে সরযূর তীরে যখন নতুন করে গড়ে ওঠা বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত রামমন্দিরের দ্বারোদ্ঘাটন হবে সোমবার তখন প্রবাসেও তার সাক্ষী থাকবেন বহু ভক্তজন।
কানাডার ওকভিলের মেয়র রব বার্টন এবং ব্রাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন জানিয়েছেন, স্থানীয় হিন্দু বাসিন্দাদের দীর্ঘদিনের ইচ্ছার কথা মাথায় রেখেই ওই দিনটিকে অযোধ্যা মন্দির দিবস হিসাবে পালন করা হবে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মনে অযোধ্যার মন্দির নিয়ে উত্তেজনাও রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, আমেরিকায় ওয়াশিংটন ডিসির শহরতলির অনেক মন্দিরই সেজে উঠেছে রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে।
এছাড়াও নানাপ্রান্তে রামের পুজো, প্রসাদ বিতরণ, পবিত্র রজ বিতরণের মতো নানা অনুষ্ঠান রাখা হয়েছে দিনভর। গোটা আমেরিকার নানা প্রান্তেই এমন অজস্র অনুষ্ঠান হবে সোমবার। ফলে শুধু অযোধ্যা বা ভারতেই নয়, আটলান্টিকের পারেও রামমন্দির উদ্বোধনের উৎসবের ছোঁয়া লেগেছে সমান উত্তেজনায়।