Thursday, October 10, 2024
বাড়িবিশ্ব সংবাদচীনে স্কুল ডরমিটরিতে আগুন লেগে ১৩ জনের মৃত্যু

চীনে স্কুল ডরমিটরিতে আগুন লেগে ১৩ জনের মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ জানুয়ারি: চীনের হেনান প্রদেশের একটি স্কুলের ডরমিটরিতে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে বিবিসি জানিয়েছে।নার্সারি ও প্রাথমিকের শিশুদের জন্য পরিচালিত বেসরকারি ওই স্কুলটির অবস্থান হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে। আগুন লাগার পর এক ঘণ্টার কম সময়ের মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।আনুষ্ঠানিকভাবে হতাতদের পরিচয় কিংবা আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনার পর স্কুলটির এক ব্যবস্থাপককে আটক করা হয়েছে। তদন্তও চলছে।এর আগে গত নভেম্বরে শানসি প্রদেশের লুলিয়াং শহরের একটি অফিস ভবনে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়। এর কয়েক মাস আগে এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালে আগুন লেগে ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়, যাদের বেশিরভাগই ছিলেন রোগী। ওই ঘটনায় তখন ১২ জনকে আটক করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য