Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদহুতিদের আবার ‘সন্ত্রাসী’ তকমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

হুতিদের আবার ‘সন্ত্রাসী’ তকমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জানুয়ারি: ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে আবার ‘বৈশ্বিক সন্ত্রাসী’ গোষ্ঠীর তকমা দিতে চলেছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একথা বলেছেন।লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর ইরান-সমর্থিত এই হুতি গোষ্ঠীর হামলা চলতে থাকার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই পদক্ষেপ অনুমোদন করার সিদ্ধান্ত নিয়েছেন।বিবিসি জানায়, এর আওতায় যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হুতিদের তহবিল জব্দ হবে এবং এই গোষ্ঠীর সদস্যদের যুক্তরাষ্ট্রের যাওয়া নিষিদ্ধ হবে।

ব্লিনকেন এর আগে ২০২১ সালে হুতিদের সন্ত্রাসী তকমা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতা ছাড়ার শেষ মুহূর্তে ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে বিশেষভাবে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ গোষ্ঠী (এসডিজিটি) এবং ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ (এফটিও) তকমা দিয়ে গিয়েছিল।ট্রাম্প প্রশাসনের ওই সিদ্ধান্ত যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ব্যাপক মাত্রায় দুর্ভিক্ষ বয়ে এনে মানবিক সংকট আরও বাড়িয়ে দিতে পারে বলে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করার পরও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এরপর ২০২১ সালে যুক্তরাষ্ট্রে জো বাইডেন ক্ষমতায় আসার পরই নতুন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সম্পূর্ণ মানবিক বিবেচনায় হুতিদের সন্ত্রাসী তকমা তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান।তিনি বলেছিলেন, “আগের প্রশাসন শেষ মুহূর্তে (হুতিদের) সন্ত্রাসী তকমা দেওয়ায় যে সংকট তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ মানবিক বিবেচনায় আমাদের এই উদ্যোগ।”কিন্তু এবার ফের হুতিদের সেই তকমা দেওয়ার প্রসঙ্গে বুধবার এক ঘোষণার আগে দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন সিদ্ধান্তের পক্ষ সমর্থন করেছেন।তবে তারা জানান, হুতিদের কেবল ‘বৈশ্বিক সন্ত্রাসী’ গোষ্ঠী (এসডিজিটি) তকমাই পুনর্বহাল করার পক্ষে তারা, বিদেশি সন্ত্রাসী সংগঠন (এফটিও) তকমা নয়। কারণ, এতে করে ইয়েমেনে সাহায্য সরবরাহ নির্বিঘ্নে চলার নিশ্চয়তা থাকবে।

এসডিজিটি এবং এফটিও দুটো সন্ত্রাসী তকমাই কোনও গোষ্ঠীর ওপর থাকলে তাদের তহবিল জব্দ হয়। তবে এফটিও তালিকাভুক্ত হলে সেই গোষ্ঠীর সদস্যদের অভিবাসনের ওপরও কড়াকড়ি আরোপ হয় এবং গোষ্ঠীটিকে যারা সমর্থন দেয় তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়ে।লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর হুতিদের আগ্রাসন ঠেকাতেই এসডিজিটি পুনর্বহাল করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষেট্রর প্রশাসনিক কর্মকর্তারা।তবে তারা বলেন, ইয়েমেনে মানবিক ত্রাণ সচল রাখতে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টিও তারা বিবেচনায় রাখবেন। ৩০ দিনের মধ্যে এসডিজিটি তকমা কার্যকর হবে বলে জানান কর্মকর্তারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য