Saturday, July 27, 2024
বাড়িবিশ্ব সংবাদক্রুর হাতে মদ্যপ যাত্রীর কামড়, জাপানে উড়োজাহাজের জরুরি অবতরণ

ক্রুর হাতে মদ্যপ যাত্রীর কামড়, জাপানে উড়োজাহাজের জরুরি অবতরণ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জানুয়ারি: জাপান থেকে যুক্তরাষ্ট্রগামী অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) একটি ফ্লাইট যখন মাঝ আকাশে তখন এক মধ্যপ যাত্রী একজন কেবিন ক্রুর হাতে কামড়ে দিলে সেটি জাপানের টোকিও বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হয়।পরে এয়ারলাইন কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, এমন কাণ্ড ঘটানো ব্যক্তি একজন আমেরিকান, বয়স ৫৫ বছর। তিনি ঘটনার সময় ‘পুরো মাতাল’ ছিলেন। তিনি কেবিন ক্রুর বাহুতে কামড়ে দিয়ে তাকে সামান্য আহত করেছেন।জাপানি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করার পর তিনি পুলিশকে বলেছেন, তিনি ঘুমের ওষুধ সেবন করেছিলেন এবং কি ঘটেছে তার কিছুই মনে করতে পারছেন না।জাপানের বিমান পরিবহন ব্যবস্থায় গত কয়েক দিনে পরপর কয়েকটি এ ধরণের ঘটনা ঘটেছে।উড়োজাহাজটিতে ১৫৯ জন যাত্রী ছিল এবং ঘটনাটি যখন ঘটে তখন সেটি প্রশান্ত মহাসাগরের উপরের আকাশে ছিল। এ ঘটনার পর পাইলটদ্বয় টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।এর আগে গত শনিবার এএনএ-র একটি অভ্যন্তরীণ ফ্লাইট আকাশে থাকা অবস্থায় সেটির ককপিটের জানালায় চিড় ধরলে সেটি দ্রুত বিমানবন্দরে ফিরে যায়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য