Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদপিকাসো–শাগালের চুরি হয়ে যাওয়া লাখো ডলারের শিল্পকর্ম উদ্ধার

পিকাসো–শাগালের চুরি হয়ে যাওয়া লাখো ডলারের শিল্পকর্ম উদ্ধার

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ জানুয়ারি: বেলজিয়ামের আন্ত্রিপ শহরে একটি ভবনের বেসমেন্ট থেকে দামি দুটি শিল্পকর্ম উদ্ধার করেছে দেশটির পুলিশ।পুলিশ জানিয়েছে, একটি শিল্পকর্ম স্পেনের খ্যাতিমান চিত্রকর পাবলো পিকাসোর আঁকা। আরেকটি বেলারুশ–ফ্রান্সের চিত্রকর মার্ক শাগালের। দুটি শিল্পকর্ম বহু বছর আগে চুরি হয়ে গিয়েছিল।স্থানীয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার জানিয়েছে, শিল্পকর্ম দুটি এখনো ভালো অবস্থায় আছে।২০১০ সালে ইসরায়েলের তেল আবিব থেকে শিল্পকর্ম দুটি চুরি হয়। তখন সেখানকার এক চিত্রকর্ম সংগ্রাহকের তত্ত্বাবধানে ছিল সেগুলো। ওই সময় শিল্পকর্ম দুটির সম্মিলিত দাম ছিল ৯ লাখ ডলার।ওই সময় শিল্পকর্ম দুটির সঙ্গে ৬ লাখ ৮০ হাজার ডলারের অলংকার চুরি হয়েছিল। কিন্তু সেগুলোর হদিশ আজও মেলেনি।এখন শিল্পকর্ম উদ্ধারের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বেলজিয়ামের পুলিশ। স্থানীয় প্রসিকিউটররা জানান, এ ঘটনায় প্রধান সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য