Saturday, February 15, 2025
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ২

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌ ৫ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, গতকাল স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন ছিল। অধিকাংশ শিক্ষক-শিক্ষার্থী স্কুলে প্রবেশের আগেই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার। সে ওই স্কুলের শিক্ষার্থী। হামলার পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া গেছে।অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেত সাংবাদিকদের বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করে। তবে কী কারণে সে হামলা করেছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।মিচ মর্টভেত আরও বলেন, হামলায় চার শিক্ষার্থী ও এক কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের নাম–পরিচয় জানাতে চাননি তিনি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য