Thursday, July 10, 2025
বাড়িবিশ্ব সংবাদলোহিত সাগরে ফের হুতি ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে ফের হুতি ক্ষেপণাস্ত্র হামলা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌  ৩ জানুয়ারি:  ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ফের লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে তিনটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে।ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে মঙ্গলবার জানিয়েছে, লোহিত সাগর থেকে মাল্টার পতাকা তোলা একটি কন্টেইনারবাহী জাহাজ এর পেছনের পাশের দিকে তিনটি বিস্ফোরণ দেখার কথা জানিয়েছে। জাহাজটির মাস্টার জোট বাহিনীর যুদ্ধজাহাজের সাহায্য চেয়েছিল।  

অ্যামব্রে বলেছে, তারা বুঝতে পেরেছে ইয়েমেনের তাইজ প্রদেশের দিক থেকে ক্ষেপণাস্ত্র তিনটি ছোড়া হয়েছে। যেখানে বিস্ফোরণগুলো ঘটেছে তার দেড় কিলোমিটারের মধ্যে প্রায় ৫০ মিটার লম্বা ছোট একটি নৌযান দেখেছে কাছে থাকা আরেকটি জাহাজ।ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ইরিত্রিয়ার আসাব বন্দর থেকে ৩৩ নটিক্যাল মাইল পূর্বে বাব আল-মানদাব প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের এক থেকে পাঁচ নটিক্যাল মাইলের মধ্যে তিনটি বিস্ফোরণের কথা জানা গেছে, তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হুতিরা জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই এলাকায় বেশ কয়েকটি জাহাজ আশপাশের পানিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে।

ইয়েমেনের রাজধানী সানাসহ অধিকাংশ এলাকাই এখন হুতিদের নিয়ন্ত্রণে আছে। অক্টোবর থেকেই তারা লোহিত সাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হুতিরা জানিয়েছে, গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারা ইসরায়েলে সঙ্গে সম্পর্কিত বা ইসরায়েলি বন্দরের দিকে এগোতে থাকা জাহাজগুলোকেই শুধু লক্ষ্যস্থল করছে। হুতিদের হামলা শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকটি শিপিং কোম্পানি লোহিত সাগরের জলপথে তাদের জাহাজ চলাচল বন্ধ রেখেছে। এর বদলে আফ্রিকা মহাদেশ ঘুরে বিকল্প কিন্তু দীর্ঘ আরেকটি জলপথ ব্যবহার করতে শুরু করেছে তারা।ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েল আক্রমণ বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগরে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা। হুতিরা সতর্ক করে বলেছে, তাদের ওপর পাল্টা হামলা চালানো হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন যুদ্ধজাহাজগুলোকেও লক্ষ্যস্থল করবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!