স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ ডিসেম্বর: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বড়দিনে কে বেশি উপহার পেয়েছে এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে এক কিশোর নিজের বন্দুক বের করে তার ২৩ বছরের বোনকে গুলি করে বসে।ছোট ভাই বোনকে গুলি করেছে এটা দেখে ১৫ বছরের বড় ভাই তার নিজের বন্দুক বের করে ছোট ভাইকে গুলি করে বলে ফ্লোরিডা শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে।বিবিসি জানায়, হতবাক করে দেওয়া এই ঘটনা ঘটেছে ফ্লোরিডার পিনেলাস কাউন্টিতে।পিনেলাস কাউন্টি শেরিফ বব গুয়ালটিয়েরি সাংবাদিকদের বলেন, বড় কিশোরটি তার ছোট ভাইকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং তার বন্দুক লুকিয়ে ফেলে।
ছোট ভাইয়ের বয়স ১৪ বছর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল আছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশে হেফাজতে নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।শেরিফ বব গুয়ালটিয়েরি আরো বলেন, স্থানীয় প্রসিকিউটর মামলাটি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন ওই কিশোরের বিরুদ্ধে তার বোনকে হত্যা করার জন্য এক প্রাপ্তবয়স্কের মত অভিযোগ দায়ের করা হবে কিনা।গুলিবিদ্ধ তরুণী দুই সন্তানের মা। তিনি যখন গুলিবিদ্ধ হন তখন তার কোলে তার ১০ মাস বয়সী ছেলে ছিল। ওই তরুণীকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলি তার বুকে লেগেছিল। তবে তার ছোট্ট শিশুটি অক্ষত আছে।বড় কিশোরকেও পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ।