স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি। জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্পে অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।শনিবার স্থানীয় সময় রাত ১টা ৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৬ ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের উপকূলে ভূত্বকের ৪৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।ভূমিকম্পে কিউশুর ওইতা ও মিয়াজাকি প্রিফেকচার কেঁপে ওঠে। এ সময় অন্তত ১৩ জন আহত হন বলে ইয়োমিউরি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, বহু ভবন, পানি সরবরাহের পাইপ ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর স্থানীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।