স্যন্দন ডিজিটেল ডেস্ক, আগরতলা ,১৪ আগস্ট: তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই যুক্তরাষ্ট্র সফরে গেছেন। এ সফরের নিন্দা জানিয়েছে চীন লাইকে বিচ্ছিন্নতাবাদী এবং সমস্যাসষ্টিকারী আখ্যা দিয়েছে।লাই এর যুক্তরাষ্ট্র সফরকে নিজেদের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে চীন। একারণে রোববার লাই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরপরই সতর্ক করে চীন বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ এবং জোরাল পদক্ষেপ নেবে তারা।আগামী জানুয়ারি মাসে তাইওয়ানে সাধারণ নির্বাচন। এতে লাইয়ের প্রেসিডেন্ট পদে লড়ার কথা রয়েছে।এর আগে তিনি প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ট্রানজিট নিতে নিউ ইয়র্কে নেমেছেন। তাইওয়ানে ফেরার বুধবার তার যুক্তরাষ্ট্রের আরেক শহর সাফ্রান্সিস্কোতে নামার কথা রয়েছে। তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। সেকারণে লাইয়ের সফরের নিন্দা বরাবরই করে এসেছে চীন। ওদিকে, তাইওয়ান নিজেদের স্বাধীনতাতেই বিশ্বাস করে।
বিশ্বের অন্য অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রেরও তাইওয়ানের সঙ্গে কোনও আনুষ্ঠানিক সম্পর্ক নেই। কিন্তু দেশটি তাইওয়ানকে অস্ত্র দেওয়াসহ নানা সহযোগিতা করে যাচ্ছে। তাইওয়ানের সুরক্ষায় যুক্তরাষ্ট্র আইনত প্রতিশ্রুতিবদ্ধ।তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট নিউ ইয়র্কে নামতেই চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা যুক্তরাষ্ট্রে তাইওয়ানের স্বাধীনতাপন্থি কোনও বিচ্ছিন্নতাবাদীর সফরের বিরুদ্ধে। চীন পরিস্থিতি নজরে রাখছে এবং নিজেদের সার্বভৌমত্বের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেবে।ওদিকে, চীনের এই অবস্থানের বিরুদ্ধে তাইওয়ানের চীনা-নীতিনির্ধারণী মূল ভূখণ্ডবিষয়ক পরিষদ বলেছে, চীনই আসল সমস্যাসৃষ্টিকারী। এ প্রসঙ্গে দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের সঙ্গে চীনের সর্বসাম্প্রতিক অচলাবস্থা এবং অন্যান্য তৎপরতার মধ্যে তাইওয়ানকে সামরিকভাবে হয়রানির মধ্যে রাখার কথা উল্লেখ করেছে পরিষদ।