Wednesday, June 19, 2024
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ৮, বলেছে ইউক্রেইন

রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত ৮, বলেছে ইউক্রেইন

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ আগস্ট: ইউক্রেইনের পোকরোভস্ক শহরে রাশিয়ার ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচ বেসামরিকসহ আটজন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।ওই অঞ্চলের গর্ভনর পাভলো কিরিলেঙ্কো এক বিবৃতিতে জানান, সোমবার রাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার ৪০ মিনিট পরে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।ইউক্রেইনের কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে সামরিক বাহিনীর এক সদস্য এবং দুই উদ্ধারকর্মী রয়েছেন। যে ৩১ জন আহত হয়েছেন তাদের মধ্যে নয়জন পুলিশ ও এক সেনা সদস্য থাকলেও অধিকাংশই বেসামরিক, তাদের মধ্যে স্থানীয় সিটি কাউন্সিলের এক সদস্যও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা রয়টার্সের এক ক্যামেরাম্যানকে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে জরুরি বিভাগের কয়েকজন কর্মী হতাহত হন।পোকরোভস্কের বাসিন্দা কাতেরিনা (৫৮) জানান, প্রথম বিস্ফোরণের সময় তিনি বাড়িতেই ছিলেন এবং হামলা থেকে বেঁচে গেছেন বলে ভাবছিলেন। এ সময় তিনি ঠিক আছেন কিনা খবর নেওয়ার জন্য একজন ফোন করেছিল; তাকে তিনি জানান, তিনি ঠিক আছেন। এই সময়ই সেখানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।

“বিকট একটা বিস্ফোরণের শব্দ। আগুনের একটা শিখা আমার চোখ ধাঁধিয়ে দিল। আমি মেঝেতে পড়ে গেলাম। আমার চোখ খুব জ্বলছিল,” চোখের চারদিকে অনেক কাটা দাগ দেখিয়ে বলেন তিনি। তার কপালে ব্যান্ডেজও ছিল। দোনেৎস্ক অঞ্চলের ইউক্রেইন নিয়ন্ত্রিত শহরটি থেকে গণমাধ্যমে আসা ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যাচ্ছেন, পাশে একটি গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে আর একটি অ্যাপার্টমেন্ট ভবনের বারান্দাগুলো সব ভেঙে পড়েছে।স্থানীয় আরেক বাসিন্দা লিডিয়াক (৭৫) তার ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়, সাদা ছিন্নিভিন্ন একটি জানালার পর্দা তার ওপর পড়ে ছিল আর ছিল ভাঙা কাঁচের টুকরা।তিনি জানান, দ্বিতীয় বিস্ফোরণের সময় তিনিও ফোনে কথা বলছিলেন।হাসপাতাল থেকে ফিরে নিজের সোফায় বসে ওই সাদা পর্দাটি হাতে নিয়ে তিনি বলেন, “হঠাৎ এটি উড়ে এসে আমাকে জড়িয়ে ফেলে, আর তখনই জানালাটি ভেঙে আমার ওপর পড়ে।“আমার পেছনে কেটে গেছে। আমি হাসপাতাল থেকে ফিরলাম। আমার হাঁটু ও উরুও কেটে গেছে। এখানে কাঁচ বিঁধে ছিল,” নিজের মাথা দেখিয়ে বলেন তিনি। ইউক্রেইনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, খারকভি অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার হামলায় আরও দুই বেসামরিক নিহত হয়েছেন। খারকিভ অঞ্চলের গভর্নর ওলে সিনেগুভব জানান, এ হামলায় ৪৫ বছর বয়সী এক নারী ও প্রায় ৬০ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য