Tuesday, September 26, 2023
বাড়িবিশ্ব সংবাদলেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৬

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৬

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩১ জুলাই: লেবাননের দক্ষিণাঞ্চলে আইন আল হেলওয়েহ নামের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ মুভমেন্ট ও শরণার্থী শিবিরের একটি সূত্রের কাছ থেকে নিহত হওয়ার এ সংখ্যা জানা যায়।ফাতাহ মুভমেন্ট ও প্রতিদ্বন্দ্বী ইসলামি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে এ সংঘর্ষ হয়। গত শনিবার রাত থেকে শুরু হওয়া ওই সংঘর্ষ গতকাল রোববার সন্ধ্যায় স্বাভাবিক হয়। ফাতাহ বলেছে, এ সংঘর্ষে তাদের এক সামরিক নেতা ও চার সহকর্মী নিহত হন।শিবিরে থাকা এক ফিলিস্তিনি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংঘর্ষে আল শাবাব আল মুসলিম গ্রুপের এক সদস্যও নিহত হয়েছেন। সংগঠনটির নেতাসহ আরও ছয়জন আহত হয়েছেন।লেবাননের বার্তা সংস্থা এনএনএ প্রাথমিকভাবে ৬ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হওয়ার তথ্য প্রকাশ করেছে। লেবাননে ১২টি ফিলিস্তিনি শরণার্থী শিবির আছে। এর মধ্যে আইন আল হেলওয়েহ শরণার্থী শিবিরটি সবচেয়ে বড়। উপকূলীয় শহর সিডন থেকে সামান্য দক্ষিণ-পূর্বে এর অবস্থান।

এএনএর প্রতিবেদনে আরও বলা হয়, কিছু বুলেট লক্ষ্যচ্যুত হয়ে শিবিরের বাইরের কিছু বাড়িঘরে আঘাত করেছে এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।ফাতাহর এক বিবৃতিতে বলা হয়েছে, এক ‘ঘৃণ্য অভিযানে’ দলের কমান্ডার আশরাফ আল আরমুচি এবং তাঁর চার সহযোগী নিহত হয়েছেন।বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ নষ্ট করতে এ ধরনের ‘জঘন্য এবং কাপুরুষোচিত’ অপরাধ সংঘটিত করেছে।লেবাননের সেনাবাহিনীর এক টুইটার পোস্টে বলা হয়, একটি সেনাচৌকিতেও মর্টার শেলের শার্পনেলের আঘাত লেগেছে। এতে লেবাননের এক সেনা আহত হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এক বিবৃতিতে বলেন, বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় যে সময়ে এ সংঘর্ষ হয়েছে, তা সন্দেহজনক।বারবারই লেবাননকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার প্রচেষ্টারও সমালোচনা করেছেন মিকাতি।ফাতাহসহ ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে বৈঠকের পর গতকাল সন্ধ্যা ছয়টা থেকে অস্ত্রবিরতির ব্যাপারে সম্মতি হয়। লেবানিজ আমাল ও হিজবুল্লাহ মুভমেন্টের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।আইন আল হেলওয়েহ শরণার্থী শিবিরে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়ে থাকে। এই শিবিরে ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি শরণার্থীর বসবাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য