স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৬ জুলাই: সিরিয়ার আকাশে রাশিয়ার যুদ্ধবিমান একটি মার্কিন ড্রোনকে ফ্লেয়ার দিয়ে আঘাত করে সেটির প্রপেলার ‘গুরুতরভাবে’ ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসে সিরিয়ার আকাশে মার্কিন আকাশযানগুলোর সঙ্গে বিপজ্জনক মোকাবেলার সংখ্যা বাড়িয়েছে রাশিয়ার যুদ্ধবিমানগুলো।সিরিয়ার উভয় দেশের বাহিনীই নিজ নিজ মিত্রদের সঙ্গে মিলে তৎপরতা চালিয়ে যাচ্ছে।যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “রাশিয়ার একটি ফ্লেয়ার যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোনে আঘাত হেনেছে, এর প্রোপেলারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সৌভাগ্যবশত, এমকিউ-৯ এর ক্রু ফ্লাইট বজায় রেখে আকাশযানটিকে নিরাপদে ঘাঁটিতে ফিরিয়ে আনতে পেরেছে।”রুশরা কী কারণে সিরিয়ার আকাশে আক্রমণাত্মক আচরণ বৃদ্ধি করে চলছে তা পরিষ্কার নয় বলে মন্তব্য করেছেন মার্কিন কর্মকর্তারা।
সিরিয়ায় রুশ বিমান ড্রোনকে আঘাত করেছে, বলছে যুক্তরাষ্ট্র
সম্পরকিত প্রবন্ধ