Wednesday, February 12, 2025
বাড়িবিশ্ব সংবাদইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিওতে সরিয়ে নিতে আইন পাশ

ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিওতে সরিয়ে নিতে আইন পাশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জানুয়ারি। জাকার্তা থেকে রাজধানী সরিয়ে বোর্নিও দ্বীপের কালিমানতানে স্থানান্তরের জন্য একটি বিলে অনুমোদন দিয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট।মঙ্গলবার দেশটির পরিকল্পনামন্ত্রী সুহারসো মনোয়ারফা একথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে বিলটি আইনে পরিণত হওয়ার পর মনোয়ারফা বলেন, “নতুন রাজধানীটি জাতির পরিচয়ের প্রতীক এবং এর একটি কেন্দ্রীয় ভূমিকা রয়েছে, পাশাপাশি এটি অর্থনৈতিক কেন্দ্রও।”নতুন এ রাজধানীর নাম হবে ‘নুসানতারা’। এটি ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জের একটি আদি জাভানীয় নাম যা প্রেসিডেন্ট জোকো উইদোদো নতুন রাজধানীর নাম হিসেবে সাব্যস্ত করেছেন করেছে বলে সোমবার জানিয়েছে মনোয়ারফা।২০১৯ সালে প্রথম প্রেসিডেন্ট উইদোদো জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা  করেছিলেন, কিন্তু মহামারীর কারণে এই পরিকল্পনার অগ্রগতি থমকে যায়।

জাকার্তা এক কোটি লোকের একটি ব্যস্ত মেগাসিটি। বায়ু দূষণ, দীর্ঘস্থায়ী যানজট, বন্যায় জীর্ণ শহরটি থেকে রাজধানী সরিয়ে নেওয়ার কথা এর আগে অনেক প্রেসিডেন্টই বলেছিলেন কিন্তু তারা কেউ এতদূর অগ্রসর হতে পারেননি। 

‘রাষ্ট্রের রাজধানী আইন’ দ্বারা উইদোদোর উচ্চাভিলাষী ৩ হাজার ২০০ কোটি ডলারের মেগা প্রকল্পের একটি আইনি কাঠামো তৈরি হল।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটি নতুন রাজধানীকে একটি নিম্ন-কার্বন নিঃসারক ‘সুপার হাব’ হিসাবে তৈরির পরিকল্পনা করা হয়েছে। এতে ফার্মাসিউটিক্যালসহ স্বাস্থ্য ও প্রযুক্তি খাত গড়ে তোলার পরিকল্পনা রাখা হয়েছে এবং এর মাধ্যমে জাভা দ্বীপের বাইরেও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।  

বিলটির বিশেষ কমিটির ডেপুটি চেয়ারম্যান সান মুস্তোফা সোমবার বলেছেন, পরিকল্পনাটির কেন্দ্রীয় দায়িত্বে যিনি থাকবেন তাকে একজন মন্ত্রীর সমতুল্য মর্যাদা দেওয়া হবে। এ পদ্ধতিটি অস্ট্রেলিয়া ও সম্প্রতি মিয়ানমার তাদের রাজধানী পরিবর্তনের ক্ষেত্রে অনুসরণ করেছিল বলে জানিয়েছে রয়টার্স।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য