Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদমস্কোয় ‘ইউক্রেইনের ড্রোন হামলা’ প্রতিহতের দাবি রাশিয়ার

মস্কোয় ‘ইউক্রেইনের ড্রোন হামলা’ প্রতিহতের দাবি রাশিয়ার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৪ জুলাই: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইনের পাঠানো দু’টি ড্রোন মস্কোতে হামলার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলোকে বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।স্থানীয় সময় সোমবার ভোররাতে এসব ঘটনা ঘটে জানিয়ে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে তারা। টেলিগ্রাম অ্যাপে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, এ হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনগুলোর দুই কিলোমিটার দূরে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাগুলো জানিয়েছে। মস্কোর মেয়র সের্জেই সেবানিয়ান টেলিগ্রাম অ্যাপে বলেছেন, ভোররাত ৪টার দিকে হামলার ঘটনাটি ঘটে এবং এ সময় অনাবাসিক দু’টি ভবন আক্রান্ত হয়। ভূপাতিত হওয়ার সময় ভবন দু’টিতে ড্রোনগুলোর আঘাত লেগেছে, না সেগুলো পরিকল্পনা অনুযায়ীই ভবন দু’টিকে লক্ষ্যস্থল করেছে তা পরিষ্কার হয়নি।রয়টার্স বলছে, ড্রোনগুলোকে কোথায় বাধা দেওয়া হয়েছে তা জানায়নি রশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মস্কোর মেয়র। 

জরুরি সংস্থাগুলোর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থাগুলো জানায়, ড্রোনের টুকরাগুলো কমসোমস্কি অ্যাভিনিউয়ের ভবনগুলোর কাছে পাওয়া গেছে, এই সড়কটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছেই।ঘটনার পর মস্কোর কমসোমস্কি অ্যাভিনিউ ও লিখাচেভ অ্যাভিনিউতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এখানে একটি সুউচ্চ অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিভিশন চ্যানেল জিজদা তাদের টেলিগ্রাম চ্যানেলে ছোট একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে একটি সুউচ্চ ভবনের জানালাগুলো নেই ও কাঠামোটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।রাশিয়ার নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অন্য টেলিগ্রাম চ্যানেলগুলোতে প্রকাশিত ভিডিওগুলোতে কমসোমস্কি অ্যাভিনিউতে ভাঙা গ্লাস ও কংক্রিটের ধ্বংসাবশেষ দেখা গেছে।এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিইভের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। ইউক্রেইন প্রায় কখনোই রাশিয়ার ভেতরে বা ইউক্রেইনের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে হওয়া কোনো হামলার দায় স্বীকার করে না; কিন্তু সম্প্রতি তারা বলছে, রাশিয়ার সামরিক বাহিনীর অবকাঠামো ধ্বংস কিইভের পাল্টা আক্রমণে সহায়তা করছে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য