Tuesday, February 11, 2025
বাড়িবিশ্ব সংবাদঅনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করল টাইটানের মালিকপ্রতিষ্ঠান

অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করল টাইটানের মালিকপ্রতিষ্ঠান

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৭ জুলাই: আটলান্টিক মহাসাগরের তলদেশে বিস্ফোরিত হওয়া পর্যটন ডুবোযান টাইটানের মালিকপ্রতিষ্ঠান ওশানগেট কোম্পানি তাদের সব ধরনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি বলেছে, অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম স্থগিত করা হচ্ছে।এক শতাব্দীরও বেশি সময় আগে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রওনা করার পর গত ১৮ জুন নিখোঁজ হয় টাইটান। কয়েক দিন ধরে অনুসন্ধান অভিযান চালানোর পর ২২ জুন মার্কিন কোস্টগার্ড জানায়, বিপর্যয়কর অন্তর্মুখী চাপে টাইটান বিস্ফোরিত হয়েছে। এতে পাঁচ আরোহীর সবাই নিহত হন।

গত সপ্তাহে গভীর সমুদ্রের তলদেশে ডুবোজাহাজটির ধ্বংসাবশেষ থেকে সম্ভাব্য দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এগুলো মানুষের দেহাবশেষ বলে ধারণা করা হচ্ছে এবং তা পূর্ব কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে সেন্ট জন’স বন্দরে নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ওশানগেট এই টাইটান ডুবোজাহাজ পরিচালনা করত। ডুবোজাহাজটির পাঁচ আরোহীর মধ্যে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশও ছিলেন।গতকাল ওশানগেটের ওয়েবসাইটে বলা হয়, তারা তাদের সব ধরনের ‘অনুসন্ধান ও বাণিজ্যিক কার্যক্রম’ স্থগিত করছে।ডুবোজাহাজটির আরোহীদের মধ্যে আরও ছিলেন পাকিস্তানের একটি ধনী পরিবারের সদস্য শাহজাদা দাউদ (৪৮) ও তাঁর ছেলে সুলেমান দাউদ (১৯), ব্রিটিশ অভিযাত্রী হ্যামিশ হার্ডিং (৫৮), ফরাসি ডুবোজাহাজ–বিশেষজ্ঞ পল অঁরি নাজোলে (৭৭)।সাগরের তলদেশে টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার হওয়ার জায়গাটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ থেকে ১ হাজার ৬০০ ফুট দূরে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য