Sunday, February 16, 2025
বাড়িবিশ্ব সংবাদফ্রান্সে দাঙ্গার সময় দোকান ভাঙার চেষ্টা, ছাদ থেকে পড়ে মৃত্যু

ফ্রান্সে দাঙ্গার সময় দোকান ভাঙার চেষ্টা, ছাদ থেকে পড়ে মৃত্যু

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১ জুলাই: ফ্রান্সজুড়ে রাতভর দাঙ্গা চলার সময় উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর রুঁয়য় একটি সুপারমার্কেটের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। চুরির উদ্দেশ্যে সে দোকানটির ছাদে উঠেছিল বলে ধারণা করা হচ্ছে।কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে শহরটির পুলিশ দাঙ্গাকারীদের নিয়ে ব্যস্ত থাকার সুযোগে সে এক শপিং মলের ছাদে উঠে ওই দোকান ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল বলে ধারণা পাওয়া গেছে।এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দাঙ্গা চলার সময় প্রায় ২০ বছর বয়সী ওই তরুণ নগরীর ল পাটি কাভিই এলাকার বুইয়া শপিং সেন্টারের ছাদে উঠেছিল।তদন্তকারীরা জানিয়েছেন, দাঙ্গায় অংশ নেওয়া গোষ্ঠীগুলো ওই সুপারমার্কেটে হামলা চালায়নি।মঙ্গলবার প্যারিসের উপকণ্ঠে পুলিশের গুলিতে ১৭ বছরের এক কিশোর নিহত হওয়ার পর ফ্রান্সে দাঙ্গা শুরু হয়। দাঙ্গায় দেশটির রাজধানী প্যারিসে বহু দোকানপাট লুট হয়েছে, অনেক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।তদন্তকারী ফ্রেদেরিক তেইয়ে জানিয়েছেন, শুক্রবার ভোর প্রায় ৫টার দিকে ওই তরুণ মলটির ছাদে উঠে। তারপর দোকান ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টার সময় সে ছাদ ভেঙে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।সে আরেক তরুণকে সঙ্গে নিয়ে ওই ছাদে উঠেছিল। পরে ওই তরুণ পুলিশকে জানিয়েছেন, মার্কেটের একটি দোকান ভেঙে ভেতরে ঢোকার পরিকল্পনা করেছিল তারা। তাদের এ প্রচেষ্টার সময় শহরের পুলিশ দাঙ্গাকারীদের থামাতে ব্যস্ত ছিল। দাঙ্গাকারীরা পুলিশের দিকে পাথরসহ বিভিন্ন বস্তু ছুড়ে মারে, ময়লার বিনগুলোতে আগুন ধরিয়ে দেয়া এবং বাস ভাংচুর করে বলে পুলিশ জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য