Friday, February 14, 2025
বাড়িবিশ্ব সংবাদযুক্তরাজ্যের ৫৮% নাগরিক ইইউতে ফিরতে চান: জরিপ

যুক্তরাজ্যের ৫৮% নাগরিক ইইউতে ফিরতে চান: জরিপ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,২৪ জুন: ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বিচ্ছিন্ন (ব্রেক্সিট) হবে কি না, সেই প্রশ্নে ভোট গণভোট হয়েছিল ২০১৬ সালে। ওই সময় যুক্তরাজ্যের জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু সাত বছর পর এসে এখন ভিন্ন কথা বলছেন ব্রিটিশরা। তাঁরা চান যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাক। যুক্তরাজ্যভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জনমত জরিপ থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের ৫৮ দশমিক ২ শতাংশ নাগরিক ইউরোপীয় ইউনিয়নে ফিরতে চান। বেশ ছেঁকে ছেঁকে এই জরিপ করা হয়েছে। এই সমীক্ষা থেকে সেই সব নাগরিককে বাদ দেওয়া হয়েছে, যাঁরা বলেছেন তাঁরা জানেন না, গণভোট হলে কোন পক্ষে ভোট দেবেন। কিংবা যাঁরা ভোট দেবেন না, তাঁদেরও এই সমীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে।

ব্রেক্সিটের পক্ষে যেমন জনমত রয়েছে, তেমনি বিরুদ্ধ জনমতও কম নয়। ২০১২ সাল থেকে এ নিয়ে আলোচনা চলছে। ওই বছর একটি জনমত জরিপে দেখা গিয়েছিল, যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ নাগরিক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকতে চান। তবে ব্রেক্সিটের পক্ষে প্রচারের কারণে এই চিত্র বদলাতে থাকে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্রেক্সিটের পক্ষে অবস্থান নেন। এরপর ২০১৬ সালে ব্রেক্সিট প্রশ্নে গণভোট হয়।ওই গণভোটের পর ২০২১ সালে এক সমীক্ষায় দেখা গিয়েছিল, ৪৭ শতাংশ মানুষ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকার পক্ষে। কিন্তু এই চিত্র বদলাতে থাকে এরপর থেকে। সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে ৬০ শতাংশ যুক্তরাজ্যের নাগরিক বলেছিলেন, তাঁরা ইইউতে ফেরার পক্ষে।যুক্তরাজ্য নয় ইতালি, ফ্রান্সের এমন জরিপ চালানো হয়েছে। এসব দেশে জনসাধারণকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁরা ব্রেক্সিটের আদলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হতে চান কি না। এই জরিপে ফলাফল এসেছে, ৬২ শতাংশ ফ্রান্সের নাগরিক চান তাঁরা ইউরোপীয় ইউনিয়নে থাকবেন। আর ইতালির ৬৩ শতাংশ নাগরিকও একই কথা বলেছেন। এ ছাড়া জার্মানি, স্পেন, ডেনমার্ক ও সুইডেনের অধিকাংশ নাগরিক ইইউতে থাকার পক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য