Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদপশ্চিম তীরে হাজারো ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে ইসরায়েল

পশ্চিম তীরে হাজারো ভবন নির্মাণের অনুমতি দিচ্ছে ইসরায়েল

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৯ জুন: ইসরায়েলের জাতীয়তাবাদী-ধর্মীয় সরকার অধিকৃত পশ্চিম তীরে হাজার হাজার ভবন নির্মাণের অনুমতি দেওয়ার পরিকল্পনা পেশ করেছে।পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ না করতে যুক্তরাষ্ট্রের চাপ থাকার পরও ইসরায়েল এ পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটন একে ফিলিস্তিনের সঙ্গে শান্তির পথে বাধা হিসাবেই দেখে।ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের বৈঠক হবে আগামী সপ্তাহে। এই কাউন্সিলের আলোচ্যসূচিতেই রাখা হয়েছে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ৪ হাজার ৫৬০ টি হাউজিং ইউনিট স্থাপনের অনুমোদন দেওয়ার পরিকল্পনা।যদিও চূড়ান্ত অনুমোদন পাওয়ার পথে আছে ১ হাজার ৩৩২ টি হাউজিং ইউনিট। ইসরায়েলের অর্থমন্ত্রী বলেছেন, “আমরা বসতি স্থাপন করে যাব এবং ওই ভূখণ্ডে ইসরায়েলের প্রভাব-প্রতিপত্তি বাড়াব।”১৯৭৬ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখল করে নেওয়া পশ্চিমতীরে বসতি স্থাপনকে বেশিরভাগ দেশই অবৈধ বলে বিবেচনা করে। ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতের অন্যতম মূল কারণও হচ্ছে, সেখানে ইহুদি বসতি সম্প্রসারণ।ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গড়তে চায়, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিনতু যুক্তরাষ্ট্রের উদ্যোগে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা সেই ২০১৪ সাল থেকে থমকে আছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য