Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদনেপালে ভারি বৃষ্টিতে হড়কা বানে ১ মৃত্যু, নিখোঁজ ২৫

নেপালে ভারি বৃষ্টিতে হড়কা বানে ১ মৃত্যু, নিখোঁজ ২৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৯ জুন: নেপালের পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিতে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে একজনের মৃত্যু ও অন্তত ২৫ জন নিখোঁজ রয়েছেন।গত সপ্তাহে বর্ষা ঋতু শুরু হওয়ার পর থেকে এটি জানামতে দেশটিতে প্রথম মৃত্যুর ঘটনা বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন।সরকারি কর্মকর্তা বিমল পউডেল জানিয়েছেন, সঙ্খুয়াসভা জেলায় হিউয়া নদীতে নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্প ভেসে গিয়ে ১৬ শ্রমিক নিখোঁজ হয়েছেন। “একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ,” বলেছেন তিনি।

কর্মকর্তারা জানিয়েছেন, পার্শ্ববর্তী তাপ্লেজুং ও পাঁচথর জেলায় হড়কা বান ও ভূমিধসে আরও নয়জন নিখোঁজ হয়েছেন।পাঁচথর জেলার গৌরভ ঢাকার জানিয়েছেন, রাতভর বৃষ্টিতে মেচি মহাসড়কের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে প্রত্যন্ত তাপ্লেজুং জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাপ্লেজুংয়ে চারজন নিখোঁজ রয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, ভারি বৃষ্টির কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে, পাহাড়ি সিডিংওয়া গ্রামে অন্তত ২০টি বাড়ি ভেসে যাওয়ার ঝুঁকির মুখে রয়েছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছতে পারছেন না।নেপাল জুনের মাঝামাঝি থেকে বর্ষাকাল শুরু হয়, এরপর সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে। এ সময় হওয়া বৃষ্টি ফসলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।হিমালয় পর্বতের কোলের দেশ নেপালে প্রতি বছর ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় কয়েকশ মানুষের মৃত্যু হয় আর অনেকে নিখোঁজ হন, পাশাপাশি ফসল ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য