Tuesday, January 14, 2025
বাড়িবিশ্ব সংবাদজাপানে গুলিতে সেল্ফ ডিফেন্স ফোর্সের ২ সদস্যের মৃত্যু, সন্দেহভাজন গ্রেপ্তার

জাপানে গুলিতে সেল্ফ ডিফেন্স ফোর্সের ২ সদস্যের মৃত্যু, সন্দেহভাজন গ্রেপ্তার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৪ জুন: জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্স (এসডিএফ) এর তিন সদস্য গুলিতে গুরুতর আহত হওয়ার পর তাদের হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।  স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই গুলির ঘটনার পর খুন করার চেষ্টার অভিযোগে বুধবার এসডিএফের এক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।  দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, এসডিএফের ১৮ বছর বয়সী এক সদস্য স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে অন্য তিন সদস্যকে আহত করে বলে অভিযোগ।

আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজন মারা যান।জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, গিফু প্রিফেকচারের হিনো শহরের শ্যুটিং রেঞ্জে বুধবার স্থানীয় সময় সকাল প্রায় ৯টার দিকে গুলিবর্ষণের এ ঘটনাটি ঘটে।এসডিএফের এক মুখপাত্র জানিয়েছেন, মোট আটটি গুলি ছোড়া হয়েছে।হতাহতদের মধ্যে একজন পঞ্চাশোর্ধ ও অপর দুইজন বিশোর্ধ বলে এনএইচকে জানিয়েছে। এ ঘটনায় কোনো বেসামরিক হতাহত হয়নি। জাপানে গোলাগুলির ঘটনা অত্যন্ত বিরল। দেশটিতে বন্দুকের মালিকানা দৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। কেউ বন্দুকের মালিক হতে চাইলে তাকে কঠোর পরীক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য