Sunday, January 26, 2025
বাড়িবিশ্ব সংবাদসিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত

সিরিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ জুন: সিরিয়ার উত্তরাঞ্চলে এক হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ২২ সদস্য আহত হয়েছে।সোমবার রাতে দেশটির সামরিক বাহিনী জানায়, রোববার এ ঘটনা ঘটেছে। কিন্তু কীভাবে দুর্ঘটনাটি ঘটল বা আহত সেনাদের জখম কতোটা মারাত্মক সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ১০ সেনাকে উচ্চস্তরের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ওই অঞ্চলের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের দেখভাল করা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, কী কারেণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে; তবে শত্রুপক্ষ গুলি করেছে, এমন কোনো অভিযোগ তারা পায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘটনার বিষয়ে আরও তথ্যের জন্য জানানো তাদের অনুরোধে সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।বর্তমানে সিরিয়ায় প্রায় ৯০০ জনের মতো মার্কিন সেনা মোতায়েন আছে। তাদের অধিকাংশই দেশটির পূর্বাঞ্চলে আছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবশিষ্টাংশের সঙেগ্ লড়াইয়ের উদ্দেশ্যে তারা সেখানে আছে বলে ভাষ্য মার্কিন কর্তৃপক্ষের।কয়েক বছর ধরে সিরিয়ার থাকা মার্কিন সেনারা ইরান সমর্থিত মিলিশিয়াদের একের পর এক হামলার শিকার হচ্ছে। তবে হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।চলতি বছরের মার্চে সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে হামলা, পাল্টা হামালায় এক মার্কিন সামরিক ঠিকাদার নিহত ও ২৫ মার্কিন সেনা আহত হয়।আইএসের বিরুদ্ধে ওমাবা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে সিরিয়ার প্রথম মার্কিন সেনা মোতায়েন করা হয়। তারা সিরিয়ার কুর্দিদের নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস এর অংশীদার হিসেবে আইএস বিরোধী যুদ্ধে অংশ নেয়।আইএস পরাজিত হলেও গোষ্ঠীটির কয়েকশ যোদ্ধা এখনও সক্রিয় আছে। তারা এমন জনশূন্য এলাকায় অবস্থান নিয়ে আছে যেটি সিরিয়ার সেনাবাহিনী বা মার্কিন নেতৃত্বাধীন জোট, কারোই পূর্ণ নিয়ন্ত্রণে নেই।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য