Saturday, July 5, 2025
বাড়িবিশ্ব সংবাদআদালতে হাজির হতে ফ্লোরিডায় ট্রাম্প

আদালতে হাজির হতে ফ্লোরিডায় ট্রাম্প

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৩ জুন: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নথি অব্যস্থাপনার জন্য অভিযুক্ত ডনাল্ড ট্রাম্প আদালতে হাজির হতে আগেভাগেই ফ্লোরিডা চলে গেছেন।রাষ্ট্রীয় গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রাখা ও সেগুলো গোসলখানায় রেখে দেওয়ার মতো অব্যস্থাপনাসহ ডজনখানেক অভিযোগের শুনানিতে মঙ্গলবার মিয়ামির ফেডারেল আদালতে হাজির হতে হবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে।বিবিসি জানিয়েছে, সোমবার রাতটি তিনি মিয়ামির কাছে তার রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরালে কাটিয়েছেন। এর আগে নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে ছিলেন তিনি, সেখান থেকেই বিমানযোগে মিয়ামিতে উড়ে আসেন।   প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষে হোয়াইট হাউজ ছাড়ার পর ট্রাম্প বিধিবহির্ভূতভাবে নিজের কাছে যেসব নথি রেখে দিয়েছিলেন সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রকল্পের অত্যন্ত গোপনীয় কিছু নথিও ছিল।  চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের দায়ের করা এই ফৌজদারি মামলাটি আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার দৌঁড়ে নামা ট্রাম্পের জন্য আরেকটি আইনি ধাক্কা। তিনি ইতোম্যেধই নিউ ইয়র্কে আরেকটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে আছেন যার বিচার আগামী মার্চে শুরু হওয়ার কথা। পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে ফের রিপাবলিকান দলীয় প্রার্থী হওয়ার জন্য প্রচারণা শুরু করেছেন ট্রাম্প, কিন্তু দেশটির সাবেক প্রেসিডেন্টদের মধ্যে তিনিই প্রথম ফেডারেল ফৌজদারি অভিযোগের মুখোমুখি হচ্ছেন; তবে কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন তিনি।ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি, বিচারে বাধা এবং গুপ্তচরবৃত্তি আইনের অধীনে অবৈধভাবে গোপনীয় নথি ধরে রাখা আছে বলে জানা গেছে।সোমবার সন্ধ্যায় (স্থানীয় সময়) মিয়ামির গলফ রিসোর্টে নিঃশব্দে হেঁটে বেড়ানোর সময় তাকে অস্থির দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।   রিসোর্টের বিএলটি প্রাইম রেস্তোরাঁয় আসা অল্প কিছু অতিথির উদ্দেশ্যে বুড়ো আঙুল উঁচিয়ে অভিবাদন জানান তিনি, এর পাশাপাশি উল্লাসরত একদল পুরুষের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!