স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১২ জুন: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে (এনএসডব্লিউ) বিয়ের অনুষ্ঠানের অতিথিদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে আর ২৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রোববার রাতে রাজ্যটির ওয়াইন উৎপাদন অঞ্চল হান্টার ভ্যালির গ্রেটা শহরের কাছে ওয়াইন কাউন্টি ড্রাইভ সড়কে তাদের বহনকারী ভাড়া বাসটি নিয়ন্ত্রণ হারায়। সে সময় বাসটিতে করে তারা বিয়ের আসর থেকে ফিরছিলেন বলে জানিয়েছে বিবিসি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় সাড়ে ১১টার দিকে পথের একটি বাঁকে মোড় নেওয়া সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকবার পাক খেয়ে একদিকে কাত হয়ে পড়ে থাকে।অস্ট্রেলিয়ায় গণমাধ্যমে দেখানো ফুটেজে বাসটিকে রাস্তার পাশে কাত হয়ে পড়ে থাকতে দেখা গেছে। কিছু যাত্রী তখনও বাসটির ভেতরে আটকা পড়া অবস্থায় রয়ে গেছেন, এমনটি হতে পারে বলে জানিয়েছিল পুলিশ।হান্টার ভ্যালি অঞ্চল এর বিস্তৃত আঙুরের খেত ও বিয়ের অনুষ্ঠানের স্থানের জন্য পরিচিত। এই অঞ্চলের গ্রেটা শহরটি সিডনি থেকে ১৮০ কিলোমিটার উত্তরপশ্চিমে।
বাসটির ৫৮ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে। কোন পরিস্থিতিতে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সোমবার পুলিশ জানিয়েছে।এনএসডব্লিউ পুলিশের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার ট্র্যাসি চ্যাপম্যান জানিয়েছেন, অতিথিরা সিঙ্গেলটন শহরে যাচ্ছিল ‘সম্ভবত রাতে থাকার জন্য’।চ্যাপম্যান জানিয়েছেন, প্রাথমিকভাবে এটিকে একক গাড়ি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। পুলিশ যাত্রীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে।দুর্ঘটনার বিষয়ে বাসের চালকের বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে বলে চ্যাপম্যান জানিয়েছেন। বাধ্যতামূলক অ্যালকোহল ও মাদক পরীক্ষার জন্য চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।চ্যাপম্যান জানান, দুর্ঘটনার সময় ওই এলাকায় ভারি কুয়াশা বিরাজমান ছিল, তবে এটিই দুর্ঘটনার কারণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।এটি প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় ঘটা সবচেয়ে শোচনীয় বাস দুর্ঘটনা। এর আগে ১৯৮৯ সালে দুই মাসের ব্যবধানে দু’টি বাস দুর্ঘটনায় ৩৫ জন ও ২১ জন নিহত হয়েছিল; উভয় ঘটনাই নিউ সাউথ ওয়েলস রাজ্যে ঘটেছিল।