Friday, September 13, 2024
বাড়িবিশ্ব সংবাদতেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব, দাম বাড়ার আশঙ্কা

তেলের উৎপাদন কমাচ্ছে সৌদি আরব, দাম বাড়ার আশঙ্কা

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৫ জুন: প্রতিদিন আরও ১০ লাখ ব্যারেল করে তেল উৎপাদন কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সরবরাহ কমিয়ে বিশ্ববাজারে তেলের দাম বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।সৌদি আরবের নেতৃত্বে ১৩–দেশীয় জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) এবং এর ১০ মিত্রদেশের মধ্যে বৈঠকের পর এমন ঘোষণা দেওয়া হয়। মিত্রদেশগুলোর নেতৃত্ব দিয়েছে রাশিয়া। ওপেক এবং ১০ মিত্রদেশকে ডাকা হয় ওপেক প্লাস নামে।সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান সাংবাদিকদের বলেন, উৎপাদন কমানোর এ সিদ্ধান্ত জুলাই মাসের জন্য নেওয়া হয়েছে। এর মেয়াদ বাড়তে পারে।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাস দেশগুলোর প্রতিনিধিরা কয়েক ঘণ্টার আলোচনায় অংশ নেওয়ার পর ‘স্বেচ্ছায়’ উৎপাদন কমানোর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এ আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে, প্রতিদিন ১০ লাখ ব্যারেল পরিমাণ উৎপাদন কমানোর বিষয়ে আলোচনা হয়েছে।বিশ্বের মোট তেলের প্রায় ৬০ শতাংশ ওপেক প্লাস দেশগুলোয় উৎপাদিত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে তেল উৎপাদনকারী দেশগুলো তেলের দরপতন এবং অস্থির বাজার সামাল দিতে হিমশিম খাচ্ছে।গত এপ্রিলে ওপেক প্লাসের বেশ কয়েকটি সদস্যদেশ স্বেচ্ছায় দিনে ১০ লাখ ব্যারেলের বেশি উৎপাদন কমিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছিল। হঠাৎ নেওয়া এ পদক্ষেপের মধ্য দিয়ে তেলের দরপতন খানিকটা কমানো গেলেও এটি বেশি দিন টেকসই হয়নি।এপ্রিলে উৎপাদন কমানোর ঘোষণার পরও তেলের দাম প্রায় ১০ শতাংশ কমেছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৭০ ডলারে নেমেছে। ২০২১ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম ব্রেন্ট ক্রুডের দাম এতটা কমেছে।রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেন, বর্তমানে উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর ২০২৪ সালের শেষ পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য