Saturday, March 15, 2025
বাড়িবিশ্ব সংবাদসেবাস্তোপোলে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার নৌবহর

সেবাস্তোপোলে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার নৌবহর

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৪ এপ্রিল: ক্রাইমিয়ার সেবাস্তোপোল বন্দরে একটি ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহর।সোমবার ভোররাতে (স্থানীয় সময়) এ ঘটনা ঘটেছে বলে নগরীর গভর্নর মিখাইল রাজভোঝায়েভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন; খবর বার্তা সংস্থা রয়টার্সের। টেলিগ্রামে করা এক পোস্টে তিনি বলেছেন, “সর্বশেষ তথ্য অনুযায়ী, একটি ভাসমান ড্রোন ধ্বংস করা হয়েছে, দ্বিতীয়টি নিজে নিজেই বিস্ফোরিত হয়েছে। এখন শহরটি শান্ত আছে।”কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি বলে রাজভোঝায়েভ জানিয়েছেন।রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সেবাস্তোপোল পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, কৃষ্ণ সাগরের বন্দর শহরটি থেকে যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।   সংস্থাটি জানিয়েছে, ড্রোন হামলা অথবা ঝড়ের কারণে সেবাস্তোপোলে যান চলাচলও বন্ধ রাখা হয়েছিল; তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।২০১৪ সালে এক গণভোটের মাধ্যমে ক্রাইমিয়া উপদ্বীপকে রাশিয়া তাদের ভূখণ্ডভুক্ত করে নেয়, কিন্তু তাদের এই অন্তর্ভুক্তি আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।সেবাস্তোপোলে ড্রোন হামলার বিষয়ে ইউক্রেইন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। রাশিয়ার ভেতরে বা রাশিয়ার অধিকৃত ইউক্রেইনীয় কোনো অঞ্চলে হামলার বিষয়ে কিইভ প্রায় কখনোই প্রকাশ্যে দায় স্বীকার করে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য