Sunday, March 16, 2025
বাড়িবিশ্ব সংবাদকেনিয়ায় ‘অনাহারি কাল্ট’ নিয়ে তদন্তকালে ২১ মৃতদেহ উদ্ধার

কেনিয়ায় ‘অনাহারি কাল্ট’ নিয়ে তদন্তকালে ২১ মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৩ এপ্রিল:এক ধর্ম প্রচারক তার অনুসারীদের ‘অনাহারে মৃত্যুবরণ’ করতে বলেছেন, এমনটি জানার পর তা নিয়ে তদন্ত করতে গিয়ে কেনিয়ার পুলিশ কবর খুঁড়ে ২১টি মৃতদেহ উদ্ধার করেছে।   দেশটির উপকূলীয় শহর মালিন্দির কাছে এ ঘটনা ঘটেছে। কবর খুঁড়ে বের করা মৃতদেহগুলোর মধ্যে শিশুদের লাশও আছে।পুলিশ জানিয়েছে, আরও মৃতদেহ পাওয়া যাবে বলে ধারণা তাদের।বিবিসি জানিয়েছে, শাকাহোলা বনে ওই অগভীর কবরগুলো পাওয়া গেছে, গত সপ্তাহে এখান থেকেই ‘গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ’ এর ১৫ সদস্যকে উদ্ধার করা হয়েছিল। পল ম্যাকেঞ্জি এনথেঞ্জ নামের ওই ধর্মপ্রচারককে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। কেনিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেবিসি তাকে একজন ‘কাল্ট নেতা’ বলে বর্ণনা করেছে।   তদন্তে এ পর্যন্ত ৫৮টি কবর শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তারা।ম্যাকেঞ্জি কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন, কিন্তু আদালত তাকে জামিন দেয়নি। তিনি দাবি করেছেন, ২০১৯ সালেই তিনি তার গির্জাটি বন্ধ করে দিয়েছেন।অভিযোগে বলা হয়েছে, তিনি তার অনুসারিদের ‘যিশুখ্রিস্টের সঙ্গে মিলিত হতে’ অনাহারে থাকতে বলেছিলেন।

কেনিয়ার দৈনিক পত্রিকা স্ট্যান্ডার্ড জানিয়েছে, ওই লোকজন অনাহারে মারা গিয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে প্যাথোলজিস্টরা তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখবেন। নিজেদের অনাহারে রেখে পরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, সন্দেহভাজন এমন চারজনের লাশ উদ্ধারের পর ১৫ এপ্রিল ম্যাকেঞ্জিকে গ্রেপ্তার করে পুলিশ।মালিন্দির সোশ্যাল জাস্টিস সেন্টারের ভিক্টর কাউডো সিটিজেন টেলিভিশনে বলেছেন, “আমরা যখন ওই বনের একটি এলাকায় উপস্থিত হলাম যেখানে বড় ও লম্বা একটি ক্রস ছিল, আমরা জানতাম এর মানে সেখানে পাঁচজনেরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছে।”স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ধর্ম প্রচারক তিনটি গ্রামকে নাজারেথ, বেথেলহেম ও জুডিয়া নামে নামকরণ করেছিলেন এবং অনুসারীদের পুকুরে নিয়ে ব্যাপ্টটাইজ করার পর অনাহারে থাকতে বলতেন।কেনিয়া একটি ধর্মপ্রবণ দেশ এবং এর আগেও সেখানে এ ধরনের বিপজ্জনক, অনিয়ন্ত্রিত গির্জা অথবা কাল্টে প্রলুব্ধ হওয়ার ঘটনা ঘটেছে।   

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য