Wednesday, March 19, 2025
বাড়িবিশ্ব সংবাদখার্তুম থেকে কূটনীতিকদের সরিয়ে নিল মার্কিন সামরিক বাহিনী

খার্তুম থেকে কূটনীতিকদের সরিয়ে নিল মার্কিন সামরিক বাহিনী

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২৩ এপ্রিল:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সুদানের রাজধানী খার্তুম থেকে আমেরিকান কূটনীতিকদের সরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী।শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “আজ আমার আদেশে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন সরকারি কর্মকর্তাদের খার্তুম থেকে বের করে আনতে অভিযান চালিয়েছে।”এর আগে সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছিল, রোববার ভোর সকালের ওই অভিযানে ছয়টি আকাশযান ব্যবহার করা হয়েছে এবং তারা (আরএসএফ) এই এতে সহযোগিতা করেছে।আর একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, রোববার ভোরে (স্থানীয় সময়) প্রায় ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, ওই সময় তাদের নিতে মার্কিন দূতাবাসের কাছে তিনটি চিনুক হেলিকপ্টার নেমেছিল; খবর বিবিসির।

গত সপ্তাহ থেকে ক্ষমতার নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সুদানের সামরিক বাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। লড়াই চলাকালে খার্তুমে প্রাণঘাতী গোলাগুলি ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।অভিযানের পর মার্কিন বাহিনীর ডিরেক্টর ফর অপারেশন্স লে. জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের জানান, মার্কিন নেভি সিল ও সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেসের শতাধিক সেনা জিবুতি থেকে উড়ে ইথিওপিয়া যায়, তারপর সেখান থেকে সুদানে যায়; তারা খার্তুমে ছিল এক ঘণ্টারও কম।তিনি বলেন, “এটি দ্রুত ও পরিষ্কার অভিযান ছিল।”বাইডেন জিবুতি, ইথিওপিয়া ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আমাদের অভিযানের সাফল্যের জন্য তাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ছিল।”কূটনীতিক ও কর্মীদের সরিয়ে আনার পর এখন খার্তুমের মার্কিন দূতাবাস বন্ধ রয়েছে। দূতাবাসটির দাপ্তরিক টুইটার ফিডে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকার সুদানে তাদের নাগরিকদের কনস্যুলার সেবা দিতে পারবে না আর সরকারের পক্ষে সাধারণ মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়াও যথেষ্ট নিরাপদ হবে না।  

গত সপ্তাহে সুদানে সহিংসতা শুরু হওয়ার পর থেকে সেখান থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি।শনিবার দেড় শতাধিক বিদেশি নাগরিক, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তাদের সুদান থেকে সাগর পথে সৌদি আরবের জেদ্দায় সরিয়ে নেওয়া হয়। এদের অধিকাংশই পারস্য উপসাগরীয় দেশগুলো নাগরিক; তবে তাদের সঙ্গে মিশর, পাকিস্তান ও কানাডার নাগরিকরাও ছিলেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সুদানে কয়েকদিনের লড়াইয়ে চার শতাধিক মানুষ নিহত ও কয়েক হাজার আহত হয়েছেন।কিন্তু প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে, কারণ বহু লোক চেষ্টা করেও হাসপাতালে পৌঁছাতে পারছেন না।বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া উদ্ধৃতিতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানে অন্য দেশের অল্প কয়েকজন কূটনীতিককেও সরিয়ে আনা হয়েছে এবং অভিযান চলাকালে মার্কিন হেলিকপ্টারগুলো গুলির মুখে পড়েনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য