স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২০ এপ্রিল: আফ্রিকার দেশ শাদের দক্ষিণাঞ্চলে যাযাবর পশুপালকদের ওপর সশস্ত্র আক্রমণকারীদের হামলা চলাকালে ও চাদের বাহিনীগুলো তাদের তাড়িয়ে দেওয়ার সময় অন্তত ১৭ জন নিহত হয়েছে।মঙ্গলবার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর) এর সীমান্তবর্তী শাদের লগোনে অরিয়েন্টাল প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকার জানিয়েছে।সরকারের মুখপাত্র আজিজ মোহাম্মদ সালেহ জানিয়েছেন, প্রতিবেশী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (সিএআর) ভিত্তিক একটি সশস্ত্র গোষ্ঠী সীমান্ত পেরিয়ে লগোনে অরিয়েন্টাল প্রদেশে এসে বেসামরিকদের ওপর হামলা চালায়, পরে সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করে।
সালেহ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সেনাবাহিনী হস্তক্ষেপ করার আগে লড়াইয়ে চারজন নিহত হয়, পরে সেনাবাহিনী তাদের ১৩ জন যোদ্ধাকে হত্যা করে আক্রমণকারীদের পিছু হটিয়ে দেয়। লগোনে অরিয়েন্টাল প্রদেশের গভর্নর আহমদ দারি বাজিনে এ হামলার ঘটনায় প্রায় ২০ জনের মতো নিহত হয়েছেন বলে নিশ্চিত করলেও ঠিক কতোজনের মৃত্যু হয়েছে তা জানাননি।এই হামলার জন্য তিনি কোডোস গোষ্ঠীকে দায় দিয়েছেন। কোডোস সীমান্তের অপর পাশে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ভিত্তিক একটি শাদিয়ান সশস্ত্র গোষ্ঠী।তাৎক্ষণিভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি এবং কোডোসের কোনো প্রতিনিধির সঙ্গেও রয়টার্স যোগাযোগ করতে পারেনি।সালেহ ও বাজিনে জানিয়েছেন, এ হামলার পর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সঙ্গে শাদের প্রায় অরক্ষিত এক হাজার কিলোমিটার সীমান্তে শক্তি বৃদ্ধি করা হয়েছে।