Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদবেইজিংয়ে হাসপাতালে আগুন লেগে নিহত ২১

বেইজিংয়ে হাসপাতালে আগুন লেগে নিহত ২১

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,১৯ এপ্রিল: চীনের রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে (স্থানীয় সময়) নগরীর চ্যাংফেং হাসপাতালের আবাসিক বিভাগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।“দুর্ভাগ্যজনকভাবে বিকাল ৬টার মধ্যে ২১ জন লোকের মৃত্যু হয়,” বলেছে সিসিটিভি। হাসপাতালটি থেকে ৭১ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আধ ঘণ্টার মধ্যেই আাগুন নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কতোজন আহত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে আগুন ও ধোঁয়া থেকে বাঁচতে লোকজনকে বিছানার চাদর গিট দিয়ে দঁড়ির মতো বানিয়ে সেগুলো বেয়ে নেমে আসার চেষ্টা করতে দেখা গেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।অন্য ভিডিওতে হাসপাতালটির জানালাগুলো দিয়ে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে।

সিএনএন জানিয়েছে, অনেক লোকজনকে হাসপাতাল ভবনের বাইরে স্থাপন করা এয়ারকন্ডিশন ইউনিটগুলোতে বসে থাকতে বা সেগুলো ব্যবহার করে নিচের দিকে নামার চেষ্টা করতে দেখা গেছে। এক ব্যক্তিকে ভবনের একটি তলা থেকে নিচের ধাপগুলোর দিকে লাফ দিতে দেখা গেছে। ভবনের বাইরে যাদের দেখা গেছে তারা সবাই আগুন থেকে বাঁচতে পেরেছেন কিনা তা পরিষ্কার হয়নি।  উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে ভবনের বাইরের দিকে অন্তত দুটি মই লাগানো দেখা গেছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ইউবোতে পোস্ট করা আরও কিছু ভিডিও ক্লিপ সরিয়ে নেওয়া হয়েছে।আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে সিসিটিভি জানিয়েছে।বেইজিং নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এই আগুনের বিষয়ে বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন তারা।বুধবার সকালে রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, হাসপাতালটির সামনে প্রচুর পুলিশ মোতায়েন ছিল আর বাইরে থেকে হাসপাতাল ভবনের পুড়ে যাওয়া জানালাগুলো দেখা যাচ্ছিল।এটি কয়েক বছরের মধ্যে বেইজিংয়ে হওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড। এর আগে ২০১৭ সালে বেইজিংয়ের ডাক্সিং এলাকায় দোতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য