Monday, February 26, 2024
বাড়িবিশ্ব সংবাদতাইওয়ানের চারপাশে ১১ চীনা যুদ্ধজাহাজ ও ৫৯ যুদ্ধবিমান শনাক্তের দাবি

তাইওয়ানের চারপাশে ১১ চীনা যুদ্ধজাহাজ ও ৫৯ যুদ্ধবিমান শনাক্তের দাবি

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ এপ্রিল: স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা আজ সোমবার দ্বীপ অঞ্চলটির কাছে ১১টি চীনা যুদ্ধজাহাজ এবং ৫৯টি যুদ্ধবিমান শনাক্ত করেছে। তাইওয়ানের কাছে বেইজিংয়ের চলমান সামরিক মহড়ার শেষ দিনে এমন দাবি করা হলো।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড তাইওয়ানের কাছে সামরিক মহড়া অব্যাহত রেখেছে। আজ স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ১১টি জাহাজ এবং যুদ্ধবিমান, বোমারু বিমানসহ ৫৯টি বিমান শনাক্ত করেছে।তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে চীন। যদিও চীনের এ দাবি বরাবরই নাকচ করে এসেছে তাইওয়ান। এমনকি চীন সরকার তাইওয়ানে অর্থনীতি-রাজনীতিতে পশ্চিমা (বিশেষত যুক্তরাষ্ট্রের) প্রভাব বিস্তারের কড়া সমালোচক।বেইজিংয়ের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এর জবাবে গত শনিবার থেকে তাইওয়ানের কাছে সামরিক মহড়া শুরু করে চীন। তিন দিনের এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জয়েন্ট সোর্ড’ বা যৌথ তরবারি। আজ মহড়ার শেষ দিন।এর আগে গত বছরের আগস্টে ম্যাককার্থির পূর্বসূরি ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পরও চীন স্বায়ত্তশাসিত অঞ্চলটি ঘিরে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান মোতায়েন করেছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য