Saturday, April 20, 2024
বাড়িখেলাকীভাবে জয় হাতছাড়া হলো, ভেবে পাচ্ছেন না ক্লপ

কীভাবে জয় হাতছাড়া হলো, ভেবে পাচ্ছেন না ক্লপ

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১০ এপ্রিল: অ্যানফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের শুরুটা ছিল শুধুই আর্সেনালময়। গাব্রিয়েল মার্তিনেলি ও গাব্রিয়েল জেসুসের গোলে ২৮ মিনিটের মধ্যেই ২-০তে এগিয়ে যায় তারা। তবে প্রথমার্ধের পরের দিকে একটু একটু করে লড়াইয়ে ফেরে লিভারপুল। প্রথমার্ধের শেষভাগে একটি গোল শোধ করে দেন মোহামেদ সালাহ।দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি সালাহ। তাতে দমে না গিয়ে ঘরের মাঠের দর্শকদের প্রবল উৎসাহে একের পর এক আক্রমণ শানিয়ে যায় লিভারপুল। কিন্তু গোলটাই মিলছিল না। কখনও সুযোগ হাতছাড়া করেন দারউইন নুনেস, কখনও সালাহ। তাদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ান আর্সেনাল গোলরক্ষক অ্যারন র‌্যামসডেল। অসাধারণভাবে দলকে বাঁচান তিনি কয়েক দফায়। বদলি নামা রবের্তো ফিরমিনোর হেডে ৮৭তম মিনিটে অবশেষে সমতা ফেরায় লিভারপুল। এরপরও জয়ের সুযোগ ছিল তাদের সামনে। যোগ করা ৬ মিনিট সময়ে অন্তত ৩টি ভালো সুযোগ পায় তারা। কিন্তু ইব্রাহিমা কোনাতে আর সালাহ হাতছাড়া করেন সেসব সুযোগ। 

চলতি মৌসুমে অবশ্য এরকমই অধরাবাহিক লিভারপুল। ম্যাচ শেষে ক্লপের কণ্ঠে সেই বাস্তবতা আর আক্ষেপ।“আমাদের এই মৌসুমের পারফরম্যান্সের নমুনাই এটি। আজকের ম্যাচটি উন্মুক্ত ছিল, পুরোপুরি উন্মুক্ত। তারা প্রথম দুই সুযোগে গোল করেছে। আমরা ভালোভাবে জবাব দিয়েছি। সব মিলিয়ে দুর্দান্ত এক ম্যাচ ছিল। তবে শেষ দিকে এত সুযোগ পেয়েও আমরা কীভাবে জিততে পারলাম না, আমি জানি না।” চলতি মৌসুমে লিভারপুলের যা অবস্থা, তাতে এই ড্র অবশ্য খুব খারাপ ফল নয়! ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল, আট নম্বরে থাকা লিভারপুলের প্রাপ্তি ৩০ ম্যাচে কেবল ৪৪ পয়েন্ট। ড্রয়ে তাই খুব অসন্তুষ্ট নন ক্লপ। তবে আর্সেনাল হারতে পারত, এটিও জোর দিয়ে বললেন লিভারপুল কোচ। “আমার প্রতিক্রিয়া খুশি ও হতাশার মাঝামাঝি বলতে পারেন। ড্রয়ে খুব একটা আপত্তি নেই। আমাদের প্রথম গোলটি ছিল খুবই জরুরি, এরপরই বলা যায় খ্যাপাটে এই ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে আসে। অন্তত একটি পয়েন্ট তো আমাদের প্রাপ্য ছিলই।” “আর্সেনাল ভালো খেলেছে। তবে তারা হারতে পারত, হারা উচিত ছিল। তাদের জন্য একটি পয়েন্ট মানেও বেশ ভালো।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য