স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ এপ্রিল: ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গতকাল রোববার তারা অজ্ঞাতনামা একটি উড়োজাহাজ ভূপাতিত করেছে। এটি সিরিয়ার আকাশসীমা পার হয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। দুই দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গতকাল উড়োজাহাজটি ভূপাতিত করা হয়।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ভূপাতিত করা উড়োজাহাজটি আর কোনো ধরনের হুমকি তৈরি করছে না।বছরের পর বছর ধরে সিরিয়ায় ইসরায়েল হামলা চালিয়ে আসছে। দেশটির দাবি, সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, শুধু মার্চেই সিরীয় ভূখণ্ডে ইসরায়েল ছয়টি বিমান হামলা চালিয়েছে।সিরিয়ায় এক দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। এ যুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের হয়ে লড়তে দেশটিতে হাজারো যোদ্ধা পাঠিয়েছে হিজবুল্লাহ।
‘সিরিয়ার আকাশসীমা’থেকে আসা উড়োজাহাজ ভূপাতিতের দাবি ইসরায়েলের
সম্পরকিত প্রবন্ধ