Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদসৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজারের বেশি বিদেশি আটক

সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজারের বেশি বিদেশি আটক

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ মার্চ: শ্রম আইন, সীমান্ত নিরাপত্তাবিধি এবং বসবাসের নিয়ম লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে ১৬ হাজার ৪৭১ জনকে আটক করা হয়েছে। সরকারি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ৯ থেকে ১৫ মার্চ পর্যন্ত বসবাসের নিয়ম লঙ্ঘনের দায়ে ৯ হাজার ২৫ জনকে এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে ৫ হাজার ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রমসংক্রান্ত ইস্যুতে গ্রেপ্তার হয়েছেন আরও ২ হাজার ৩৪১ জন। প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪২ শতাংশ ইয়েমেন, ৫৬ শতাংশ ইথিওপিয়া এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশে চলে যাওয়ার চেষ্টা করার সময় আরও ১২০ জনকে আটক করা হয়েছে। বিধি লঙ্ঘনকারীদের জন্য পরিবহনের ব্যবস্থা করা এবং তাঁদের আশ্রয় দেওয়ার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়েছে।সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে কেউ যদি পরিবহন, আশ্রয় দেওয়াসহ অন্য কোনো সহযোগিতা করেন, তাহলে তাঁদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। তাঁদের ১০ লাখ সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা হতে পারে কিংবা তাঁদের গাড়ি ও সম্পদ বাজেয়াপ্ত হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য