Friday, March 21, 2025
বাড়িবিশ্ব সংবাদপুতিনের বিরুদ্ধে পরোয়ানা ‘টয়লেট পেপার’: রাশিয়া

পুতিনের বিরুদ্ধে পরোয়ানা ‘টয়লেট পেপার’: রাশিয়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৮ মার্চ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা জারির সিদ্ধান্তকে আইনত অকার্যকর বলেছে ক্রেমলিন। এর কারণ হিসেবে বলা হয়েছে, মস্কো নেদারল্যান্ডসের হেগের আন্তর্জাতিক আদালতকে স্বীকৃতি দেয় না।পরোয়ানা জারির প্রতিবাদে আরও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট  দমিত্রি মেদভদেভ। টুইটারে তিনি এই পরোয়ানাকে ‘টয়লেট পেপার’ বলেছেন।  তবে রাশিয়ার বিরোধীরা পরোয়ানা জারির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। রাশিয়ার শীর্ষ কর্মকর্তা ও প্রচারকারীরা প্রতিবাদে বিক্ষোভ জানিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়া অন্য অনেক দেশের মতো এই আদালতকে স্বীকৃতি দেয় না। তাই আদালতের সিদ্ধান্ত বাতিল। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য নয়।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আইসিসির সিদ্ধান্তের কোনো অর্থ নেই রাশিয়ার কাছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির পক্ষে নয়। এর অধীন কোনো কিছু মেনে চলতে রাশিয়া বাধ্য নয়।

জাখারোভা পুতিনের নাম উল্লেখ না করে বলেন, রাশিয়া আইসিসিকে সহযোগিতা করে না। আইসিসির কোনো সিদ্ধান্ত রাশিয়া আইনত অকার্যকর বলে মনে করে।ইউক্রেনীয় শিশুদের ‘বেআইনিভাবে বিতাড়িত’ করার অপরাধে পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারির ঘোষণা দিয়েছে আইসিসি।  একই অপরাধে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের শিশু অধিকারবিষয়ক কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা এলভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আইসিসি।এলভোভা-বেলোভা সরকারি সংবাদ সংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে বলেছেন, ‘বিশ্বের বিভিন্ন দেশ আমার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি জাপানও এর মধ্যে রয়েছে। তবে আমরা আমাদের কাজ চালিয়ে নেব।’তদন্ত কমিটির প্রধান রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য