Thursday, April 18, 2024
বাড়িবিশ্ব সংবাদপশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩ ফিলিস্তিনি নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১৩ মার্চ: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।রোববার ওই ফিলিস্তিনিরা আগ্নেয়াস্ত্র নিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছিল বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।তারা জানিয়েছে, চতুর্থ আরেক বন্দুকধারী ফিলিস্তিনি আত্মসমর্পণ করার পর তাকে আটক করেছে তারা।পশ্চিম তীরের উত্তরাংশের নাবলুস শহরের কাছে ঘটনাটি ঘটেছে এবং তাতে তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে ফিলিস্তিনিরা। কয়েক মাস ধরে এখানে ক্রমাগত সহিংসতা বাড়তে দেখা যাচ্ছে।

নাবলুসের পুরান শহরভিত্তিক জঙ্গি গোষ্ঠী ‘লায়ন্স ডেন’ এক বিবৃতি প্রকাশ করে নিহত তিনজন তাদের সদস্য বলে জানিয়েছে।  এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, একদল বন্দুকধারী নাবলুসের কাছে হাওয়ারা-জিত চৌরাস্তার নিকটবর্তী একটি সামরিক চৌকিতে এসে গুলিবর্ষণ শুরু করে, সেনারা পাল্টা গুলি চালিয়ে তিনজনকে হত্যা করে, চতুর্থজন আত্মসপর্মণ করে আর তার কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।  বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাওয়ারা-জিত চৌরাস্তা এলাকাটিতে ফিলিস্তিনি এবং ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বছর ইসরায়েলিদের ওপর পরপর কয়েকটি হামলা চালিয়েছিল ফিলিস্তিনিরা। তারপর পশ্চিম তীরে সন্দেহভাজন ফিলিস্তিনিদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক সংঘর্ষের ঘটনা ঘটে চলেছে। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য