Wednesday, March 26, 2025
বাড়িবিশ্ব সংবাদবাড়ি ছাড়তে বলার পর অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো হ্যারি-মেগানকে

বাড়ি ছাড়তে বলার পর অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো হ্যারি-মেগানকে

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৬ মার্চ: রাজদায়িত্ব ত্যাগ করে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলকে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী মে মাসে এ অভিষেক অনুষ্ঠান হবে। তবে হ্যারি ও মেগান এ অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে সিদ্ধান্ত এখনো জানাননি। ২০২২ সালের সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজপ্রথা অনুযায়ী তাঁর ছেলে তৃতীয় চার্লস রাজা হয়েছেন। তবে তাঁকে আনুষ্ঠানিকভাবে মুকুট পরানো হবে ৬ মে। এ অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে হ্যারি ও তাঁর স্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে কি না, তা নিয়ে গুঞ্জন চলছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের এক মুখপাত্র সানডে টাইমসকে বলেছেন, এ দম্পতি চার্লসের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন। রাজ কার্যালয় থেকে আমন্ত্রণ জানিয়ে তাঁদের ই-মেইল পাঠানো হয়েছে।২০২০ সালে রাজদায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে হ্যারি ও মেগান। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন এ দম্পতি। তবে রাজদায়িত্ব ছাড়লেও তাঁদের ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স উপাধি এখনো বহাল।

এ উপাধি ব্যবহার করে তাঁদের মুখপাত্র আরও বলেন, ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স ওই অনুষ্ঠানে যোগ দেবেন কি না, তা তাৎক্ষণিক বলা যাচ্ছে না।বাকিংহাম প্যালেস এ নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।৬ মে হ্যারি-মেগানের ছেলে আর্চির জন্মদিনও।সম্প্রতি প্রকাশিত একটি আত্মজীবনী, নেটফ্লিক্সের ডকুসিরিজ এবং অসংখ্য সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী হ্যারি রাজপরিবারের সদস্যদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কথা বলেছেন। এসব তথ্য প্রকাশ হওয়ার পর হ্যারির সঙ্গে তাঁর বাবা তৃতীয় চার্লস ও উইলিয়ামের মধ্যকার দূরত্ব আরও বেড়েছে।সর্বশেষ গত শনিবার এক ট্রমা বিশেষজ্ঞকে হ্যারি বলেছেন, অনেক দিন ধরেই মনে হচ্ছিল, তাঁর সঙ্গে রাজপরিবারের অন্য সদস্যদের মতো করে আচরণ করা হচ্ছে না। নিজেকে পরিবার হারানো মানুষের মতো মনে হতো। হ্যারি আরও বলেন, তিনি চাননি সন্তানদের মধ্যেও এ ট্রমা ছড়িয়ে পড়ুক।

গত জানুয়ারিতে প্রকাশিত এক আত্মজীবনীতে হ্যারি দাবি করেন, মেগানকে নিয়ে ভাই উইলিয়ামের তর্কাতর্কি হয়েছে। ওই সময় উইলিয়াম তাঁকে আক্রমণ করেন।গত বছরের ডিসেম্বরে নেটফ্লিক্সের ছয় ঘণ্টার ডকুসিরিজেও হ্যারি-মেগান দম্পতি রাজপরিবার নিয়ে তাঁদের অনেক হতাশার কথা প্রকাশ করেন। এর আগে তাঁরা রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগও তুলেছিলেন।চলতি সপ্তাহে খবর প্রকাশ হয়েছে, হ্যারি ও মেগানকে ব্রিটিশ রাজপরিবারের উইন্ডসর প্রাসাদের বাড়ি ছাড়তে বলা হয়েছে। এর মধ্য দিয়ে বছরের শেষ থেকে তাঁদের যুক্তরাজ্যে থাকার আর নিজস্ব কোনো জায়গা থাকবে না। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ বিয়ের সময় হ্যারি ও মেগানকে উপহার দিয়েছিলেন।যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর হ্যারি-মেগান দম্পতি যুক্তরাজ্যে খুব একটা যাননি। তবে সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত হয়েছিলেন তাঁরা।৬ মে রাজা চার্লসের রাজ অভিষেক অনুষ্ঠানে বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য